Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টির নতুন রেকর্ড বুকে সাকিব

সাকিব আল হাসান (ফাইল ছবি)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফের সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগেও একবার তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট টপকে গিয়েছিলেন সাকিব। এর এক বছর পর ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১২২ উইকেট ছাড়িয়ে শীর্ষ স্থান দখল করেন নিউজিল্যান্ডের বোলার সাউদি।

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে নামার আগে ১৩১ উইকেটের মালিক ছিলেন সাকিব আর সাউদির ছিল ১৩৪। আইরিশদের বিপক্ষে ৫ উইকেট নিয়ে টিম সাউদিকে টপকে যান বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

এদিকে টাইগার ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বিশাল টার্গেটের সামনে সাকিবের ঘূর্ণিতে ম্যাচ হারে আয়ারল্যান্ড। আর এতেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের সামনে বাংলাদেশের রান পাহাড়

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট