আজ অলিম্পিক গেমস ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। ইউক্রেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ও তৃতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। আজকের খেলায় দু’দলের মধ্যে যারা জিতবে, তারাই পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে।
অবশ্য চলমান অলিম্পিক গেমস ফুটবলের শুরুটা আর্জেন্টিনার জন্য মোটেই সুখকর ছিল না। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে আসর শুরু করে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে দ্বিতীয় ম্যাচেই ইরাকের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে দুর্দান্ত কামব্যাক করে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ আট নিশ্চিত করতে শেষ ম্যাচে এবার ইউক্রেনকে হারাতে হবে আলভারেজ-ওটামেন্ডিদের।
যদিও আজকের ম্যাচে ড্র করতে পারলেও কোয়ার্টারে যাওয়ার সম্ভাবনা থাকবে আর্জেন্টিনার। কেননা ‘বি’ গ্রুপের প্রতিটি দলই বর্তমানে দুই ম্যাচে এক জয়ে সমান পয়েন্ট সংগ্রহ করেছে। তবে ড্র করলে তখন অন্য দলগুলোর প্রতি নির্ভর করার ঝুঁকি হয়ত নিতে চাইবে না আলবিসেলেস্তেরা। কারণ বর্তমানে ‘বি’ গ্রুপের প্রতিটি দলেরই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। আর ইউক্রেনের থেকে শক্তিমত্তায় এগিয়ে থাকা আকাশি-নীলরাও তাই চাইবে জয় দিয়েই গ্রুপ পর্বের খেলার সমাপ্তি ঘটাতে।
আরও পড়ুন:
» প্যারিস অলিম্পিক: ব্রাজিলকে আনন্দে ভাসালো ১৬ বছরের কিশোরী
» আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে দুঃসংবাদ পেলেন আইরিশ ক্রিকেটার
তবে এই ম্যাচে ফিওরেন্তিনায় খেলা স্ট্রাইকার লুকাস বেল্ট্রানকে পাচ্ছে না আর্জেন্টিনা, যা আর্জেন্টাইন শিবিরে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। অবশ্য তার বদলি হিসেবে খেলবেন সবশেষ ম্যাচেই বদলি নেমে গোল পাওয়া লুসিয়ানো গুন্দো। এছাড়াও একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন মেসির সাবেক সতীর্থ ও বর্তমান যুব দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো।
আজ মাঝমাঠে ক্রিশ্চিয়ান মেদিনা ও ইকি ফার্নান্দেজের সঙ্গে জুটি বাঁধতে একাদশে ফিরছেন গুইলিয়ানো সিমিওনে। তিনি সম্পর্কে অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের ছেলে। দলে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকায় খেলবেন থিয়াগো আলমাদা।
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/এমএস/বিটি