Connect with us
ক্রিকেট

পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তন করছেন তাসকিন

Taskin is returning to Test with the Pakistan series
টেস্টে ফিরছেন তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

অবশেষে ফের জাতীয় দলের হয়ে টেস্টে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। কাঁধে চোট পাওয়ায় মোটামুটি বেশ কিছু দিন টেস্ট ক্রিকেট থেকে দূরেই ছিলেন এই গতি তারকা। ফলে চলতি বছরে বাংলাদেশের হয়ে কোনো টেস্ট ম্যাচ খেলতে দেখা যায়নি তাসকিনকে। তবে বিরতি কাটিয়ে আসন্ন পাকিস্তান সিরিজেই ফের টেস্ট খেলতে দেখা যেতে পারে এই ডান হাতি পেসারকে।

টেস্টে নিজের প্রত্যাবর্তন ঘটাতে চেষ্টার কমতি রাখছেন না এই ক্রিকেটার। পাকিস্তান সিরিজে অংশ নিতে ব্যক্তিগত অনুশীলনও করে যাচ্ছেন। তাসকিনের প্রসঙ্গে আজ বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাংবাদিকদের এই বোর্ড কর্তা জানান, ‘তাসকিনের গতকাল একটা অ্যাসেসমেন্ট ছিল সেটা সম্ভবত ও টপকে গেছে। নির্বাচকরা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে ওকে বিবেচনায় রাখার। লাল বলের ক্রিকেটে তাসকিনকে কনসিডার করছে দলের নির্বাচকেরা। সিলেকশনের ফাইনাল টিম প্রকাশ করা হলেই তাসকিনের বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।’

আরও পড়ুন:

» পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিনারদের দায়িত্বে থাকছেন মুশতাক

» তবে কি পাকিস্তান টেস্টের বিবেচনায় থাকছেন তানজিম সাকিব?

মুশফিকুর রহিম ও মুমিনুল হকসহ বেশ কিছু জাতীয় দলের ক্রিকেটার ‘এ’ দলের হয়ে পাকিস্তানে খেলতে যাবেন। জাতীয় দলের নিয়মিত মুখদের ‘এ’ দলে খেলানোর প্রসঙ্গে জালালের জবাব, ‘পরিকল্পনার কারণটা সিলেক্টর রাজ্জাক নিশ্চয়ই আপনাদের জানিয়েছে। ‘এ’ দলের সিরিজ শেষে জাতীয় দল পাকিস্তানে খেলতে যাবে। কিন্তু সেখানে জাতীয় দলের কোন প্রস্তুতি ম্যাচ না থাকায় দলের ছয় জন মেইনস্ট্রিম ক্রিকেটারকে ‘এ’ দলে রেখেছি, যেন তারা তাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারেন।’

কথায় উঠে আসে বছরখানেক ধরে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা পেসার এবাদত হোসেনের প্রসঙ্গ। চোট নিয়ে দলের বাইরে থাকা এই ডান হাতি পেসারকে নিয়ে জালাল বলেন, ‘তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এখনো সে রিকভার প্রক্রিয়াতেই আছে। সে জানিয়েছে, অলমোস্ট ৭০ ভাগ রিকভার সে করে ফেলেছে। আশা করি, আগামী ২ মাসের মধ্যে সে শারীরিকভাবে আরও সেরে উঠবে।’

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট