আগস্টে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে সাকিবের থাকা না থাকার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সাকিব খেলবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন পাকিস্তান সফর প্রসঙ্গে কথা বলেছেন জালাল ইউনুস। এসময় সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘সাকিব খেলবে। তার সঙ্গে আমার এবং বোর্ডের কথা হয়েছে। সে খেলবে। দেশে আসার সুযোগ না পেলে দুবাই থেকে সরাসরি পাকিস্তান চলে যাবে। আর আগে আসলে ঢাকায় দুই-একদিন অনুশীলন করে দলের সঙ্গে যোগ দিতে পারে।’
বিশ্বকাপের পর খুব একটা বিশ্রামের সুযোগ পাননি সাকিব। বর্তমানে ফ্রাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন এই অলরাউন্ডার। প্রথমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগুয়ার হয়ে খেলছেন সাবেক টাইগার কাপ্তান। যেখানে খেলছেন আরেক বাংলাদেশি শরিফুল ইসলামও।
আরও পড়ুন:
» পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তন করছেন তাসকিন
» অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-আর্জেন্টিনা
আগামী ১২ আগস্ট পর্যন্ত ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব। এরপর তিনি দেশে ফিরে আসবেন অথবা দুবাই থেকে পাকিস্তানে চলে যাবেন।
আগামী ১৫ বা ১৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এরপর ২১ আগস্ট থেকে শুরু হবে পাকিস্তান পরীক্ষা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৩০ আগস্ট করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/বিটি