আগস্টের শুরুতে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান সফর করবে। এই সফরে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চারদিনের ম্যাচ এবং ওয়ানডের জন্য আলাদা আলাদা অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।
আসন্ন এই সিরিজের চারদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার এনামুল হক বিজয়। আর ওয়ানডে ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।
চারদিনের দুটি ম্যাচের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথম ম্যাচে খেলবেন জাতীয় দলের দুই অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় দ্বিতীয় ম্যাচের জন্য তাদের বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
» পাকিস্তানের বিপক্ষে খেলবেন সাকিব? যা বলছে বিসিবি
» পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিনারদের দায়িত্বে থাকছেন মুশতাক
এনামুল ও হৃদয় ছাড়াও লাল বল ও সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন। যে তালিকায় রয়েছে মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাঈম হাসান, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিবদের মতো ক্রিকেটাররা।
আগামী ১০ ও ১৭ আগস্ট যথাক্রমে সিরিজের প্রথম ও দ্বিতীয় চারদিনের ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২৩, ২৫ এবং ২৭ আগস্ট যথাক্রমে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/বিটি