গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে অনেক আগেই দেশে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। ব্যর্থ মিশন বলার কারণ- সেমিফাইনালে খেলার দারুন সুযোগ পেয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। বেশ হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায় দেখেছে ভক্ত সমর্থকরা।
বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ জানতে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং দলের ম্যানেজারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিলো। দেরিতে হলেও এবার সেই দুই রিপোর্ট পেয়েছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও রিপোর্টের একটি কপি পেয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
গতকাল বুধবার (৩১ জুলাই) সেই রিপোর্ট প্রসঙ্গে কথা বলেছেন জালাল ইউনুস। তবে প্রধান কোচ ও টিম ম্যানেজারের বক্তব্যে ভিন্নতা থাকায় এখনই রিপোর্ট সম্পর্কে সরাসরি কিছু জানাতে রাজি হননি এই বিসিবি কর্মকর্তা। তবে বিসিবি সভাপতির সঙ্গে এই বিষয়ে আলাপ করার কথা জানান। এরপর সকল বিষয় নিশ্চিত হয়ে নিজেদের মন্তব্য করার বিষয়টিও বলেছেন তিনি।
জালাল ইউনুস বলেন, ‘যেহেতু কনফিডেনশিয়াল রিপোর্ট, সভাপতির কাছে দেওয়া হয়েছে। আমিও একটা কপি পেয়েছি। এখানে একেকজনের ভিন্ন মন্তব্য থাকায় আগে আমাদের মধ্যে আলাপ আলোচনা করা প্রয়োজন। এরপর আপনাদের বলতে পারব। বসে আলোচনা না করে কিছু বলা ঠিক হবে না। কারণ এখানে কোচের একরকম মন্তব্য ম্যানেজারের একরকম মন্তব্য।’
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোচ হাথুরুসিংহে এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। সেই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা দলের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি আশা করি। ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই। এরকম কিছু হয়েছে যা আমরা আশা করিনি। যা হওয়া উচিত ছিল না। এই দুজনের মধ্যে আগে কিন্তু ভালো।’
হাথুরুসিংহে ও সুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন। যার ফলে দুজনের মন্তব্যের পার্থক্য দেখা যেতে পারে, ‘আমরা শুনেছি কী হয়েছে। সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে তাদের মাঝে। কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মাঝে ভিন্ন মত থাকতে পারে। সেটা নিয়ে বিভেদ চাই না। আশা করি ভবিষ্যতে দলে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে পারবো।’
আরও পড়ুন: আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন রুট
ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৪/এফএএস