Connect with us
ফুটবল

বাংলাদেশি চার ফুটবলার পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো এএফসি আয়োজন করতে যাচ্ছে উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম আসর বলে অনেক কিছুতেই ছাড় দেয়া হয়েছিল এএফসি কর্তৃক। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অদূরদর্শীতার কারণে বাংলাদেশের কোন ক্লাব এই চ্যাম্পিয়ন্স লিগে পাঠাতে ব্যর্থ হয়েছে বাফুফে। অবশ্য ভিন্ন উপায়ে বাংলাদেশি চার ফুটবলার পাচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ।

সম্প্রতি ভুটানের মাটিতে তাদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে এসেছে বাংলাদেশের নারী ফুটবল দল। যেখানে বাংলাদেশি ফুটবলারদের খেলা দেখে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে তাদের খেলানোর জন্য নিজেদের দলে নেওয়ার প্রস্তাব জানিয়েছে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ। যারা প্রথমবার আয়োজন হতে যাওয়া এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে যাচ্ছে।

বাংলাদেশী ফুটবলারদের মধ্যে দলের অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক মারিয়া মান্ডা, মিডফিল্ডার মনিকা চাকমা ও ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমাকে দলে নিতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে ভুটানের ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে বাফুফেকে বিষয়টি জানিয়েছে রয়্যাল থিম্পু কলেজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সেই প্রস্তাবে ইতোমধ্যে নিজেদের সায় দিয়েছে।

আগামী ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কেবল চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্যে তিন সপ্তাহের চুক্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার। তিনি বলেন, ‘ভুটানের র‌য়্যাল থিম্পু কলেজ একটা চিঠি দিয়ে আমাদের চারজন ফুটবলারকে চেয়েছে। সাফের প্রস্তুতির কথা মাথায় রেখে প্রথমে চিন্তা করেছিলাম দিবো না। তবে পরে চ্যাম্পিয়ন্স লিগে ভালো প্রস্তুতি হবে ভেবে আমরা চারজনকে অনুমতি দিয়েছি।’

তিনি আরও জানান, ‘এসিএল-তে ওরা অনেক শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে। যেই অভিজ্ঞতা সাফে কাজে লাগাতে পারবে। সাফ যেহেতু অক্টোবরে, ওরা খেলে আসার পর ভালো অভিজ্ঞতা নিয়ে আমাদের সাথে যোগ দিবে। তবে তাদের বলেছি ঝুকিমুক্ত হয়ে খেলতে। কারণ সেখানে চোট পেলে সাফের আগে রিকভারি করার তেমন সময় পাওয়া যাবে না।’ 

এদিকে দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলার সুযোগ পেয়ে বলেন, ‘এটা মেয়েদের জন্য অনেক বড় পাওয়া। গেলো কয়েক বছর ধরে হব হব করেও শেষ তিন মৌসুমে হয়নি। তবে এবার হচ্ছে। দেশের কোন ক্লাবের হয়ে খেলতে না পারলেও বিদেশি ক্লাবের হয়ে খেলবো এটাও বড় ব্যাপার। আমি মনে করি সাফের আগে যদি দু’টি ম্যাচে ভালো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বি করি, সেটা আমাদের জন্যই ভালো।’

র‌য়্যাল থিম্পু কলেজ প্রিলিমিনারি রাউন্ডে খেলবে ‘ডি’ গ্রুপে। আগামী ২৫ আগস্ট তারা ইরানের বাম খাতুন এফসি ও ২৮ আগস্ট হংকংয়ের কিচি এফসি’র বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের দুই ম্যাচ। এই রাউন্ডের চার গ্রুপ থেকে সেরা চার দল যাবে পরের রাউন্ডে। এদিকে দক্ষিণ এশিয়ার সেরা নারী দল হয়েও বাংলাদেশের কোন ক্লাব থাকছে না প্রথমবারের মতো হতে রাওয়া এই এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে।

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক: ২০ কি.মি. হাঁটায় স্বর্ণ পেলেন পিন্তাদো ও জিয়ায়ু

ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল