চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও সেখানে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের ব্যাপারে গড়িমসি শুরু করেছে ভারত। তবে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেয়া সম্পর্কে বিসিবিকে আস্বস্ত করেছে পিসিবি। তাই বিসিবিও সফরটির জন্য সম্মত হয়েছে।
অবশ্য জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান সফরে বিসিবি একজন নিরাপত্তা পরামর্শককে সঙ্গে নিতে চায়। আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) বিসিবির এক সূত্রের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে তারা।
বিসিবির এমন চাওয়ার পেছনের মূল কারণ আসলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা। মূলত এ কারণেই ভারত সে দেশে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে এখনি সম্মতি জানায়নি। নিরাপত্তার বিষয়টি নিয়ে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আরো পড়ুন : ৫ শহরের ১৫ টি স্টেডিয়ামে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব
তিনি জানান, ‘নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পুরোপুরি পাকিস্তানের উপর। তারা আমাদের নিরাপত্তার বিষয়টি সম্পর্কে আস্বস্ত করেছে তাই আমরা পাকিস্তানে দল পাঠাচ্ছি। আমরা দেখেছি গত বছর এশিয়া কাপেও পাকিস্তান আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দিয়েছিল।’
পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা পরামর্শক চাওয়ার প্রসঙ্গে জালাল বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছেও একজন নিরাপত্তা পরামর্শক চেয়ে আবেদন করেছি। এতে আমাদের কনসালটেন্ট সেখানকার নিরাপত্তার সঙ্গে নিয়োজিতদের সাথে সহজে সমন্বয় করে কাজ করতে পারবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৪/এমএস