Connect with us
ক্রিকেট

ভারত পাকিস্তানে না গেলে ভিন্ন পথে হাটবে পিসিবি!

ছবির বাঁ পাশে রাজিব শুকলা ও ডান পাশে মহসিন নাকভি। ছবি- সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে এরই মাঝে সেখানে যেতে নিজেদের আপত্তির কথা জানিয়ে রেখেছে পার্শ্ববর্তী দেশ ভারত। বিভিন্ন সময় শোনা গেছে গেল এশিয়া কাপের মতো এবারও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট দেখতে চায় তারা। যেমন আগেরবার পাকিস্তানের পরিবর্তে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে।

তবে ইতোমধ্যে পাকিস্তান জানিয়ে দিয়েছিল এশিয়া কাপের মতো এবার কোন ছাড় দেওয়া হবে না। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পিসিবিকে ৭ কোটি ডলারের বিশাল অঙ্কের অর্থ অনুমোদন দিয়েছে আইসিসি। এমনকি ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে বিকল্প কোথাও ম্যাচ আয়োজনের জন্য অতিরিক্ত ৪৫ লাখ ডলার রিজার্ভ রাখার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।

এদিকে ভারত পাকিস্তানে খেলতে যাবে কিনা এ বিষয় নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছে দুই দেশের বোর্ড কর্তারা। যার মধ্যে পিসিবি কর্মকর্তারা প্রায় সময়ই বিভিন্ন ধরনের কথা বলে আসছিলেন। তবে সম্প্রতি বিসিসিআই সহসভাপতি রাজিভ শুক্লা বলেছেন, ‘আমরা যদি পাকিস্তানে খেলতে না যাই, তাহলে তারাও ২০২৬ এশিয়া কাপ বয়কট করার হুমকি দিতে পারে।’

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, রাজিব শুক্লার এমন মন্তব্যের পর সবাইকে চুপ থাকতে বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ‘এই কারণে কিছুদিন ধরে নাকভি কিংবা অন্য কোনো বোর্ড কর্তারা ভারতের পাকিস্তানে দল পাঠানো বা না পাঠানো নিয়ে কোনো কথা বলছে না।’

পিটিআই এর সেই প্রতিবেদনে বলা হয়, ‘পিসিবি খসড়া সূচি ও অন্যান্য নথিপত্র আইসিসির কাছে পাঠিয়েছে, এর মধ্যে নিরাপত্তাজনিত পরিকল্পনাও আছে। এখন ভারত আসবে কিনা, সেখানে তাদের রাজি করানোর দায়িত্ব আইসিসির। তবে এটা স্পষ্ট, ভারত পাকিস্তানে দল না পাঠালে পিসিবি কী করতে চায়, তা গোপন করছে তারা। সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে একটা কৌশল ঠিক করেছে পিসিবি।’

আরও পড়ুন: আর্জেন্টিনাকে বিদায় করে অলিম্পিকের সেমিতে ফ্রান্স

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট