এর আগে এক দিনে দুই পদক জিতে আলোচিত হয়েছিলেন ফ্রান্সের সাঁতারু লিওঁ মারশাঁ। এবার সাঁতারের আরও একটি ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছেন এই তরুণ সাঁতারু। অলিম্পিকের চলতি আসরে এখন পর্যন্ত চার স্বর্ণপদক জিতেছেন তিনি। পাশাপাশি কিংবদন্তি মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড করেছেন এই ফরাসি তারকা।
গতকাল শুক্রবার (২ আগস্ট) প্যারিস অলিম্পিকে ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতেছেন মারশাঁ। ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করে রেকর্ড গড়েছিলেন ফেলপস। যা প্রায় ১৬ বছর পর ভেঙ্গে দিলেন এক তরুণ সাঁতারু।
অলিম্পিকে নতুন করে রেকর্ডের খাতায় শীর্ষপদ পরিবর্তন করলেও অল্পের জন্য বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি মারশাঁ। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে রেখেছেন যুক্তরাষ্ট্রের রায়ান লোচট। ২০১১ সালে ১ মিনিট ৫৪ সেকেন্ডে সাতার শেষ করে এই রেকর্ড গড়েছিলেন তিনি। মাত্র ০.০৬ সেকেন্ডের জন্যে যা ভাঙা হলো না।
প্যারিস অলিম্পিকে এরই মাঝে চারটি স্বর্ণপদক জিতে নিয়েছেন এই ফরাসি সাঁতারু অলিম্পিক ইতিহাসের মাত্র চতুর্থ সাঁতারু হিসেবে এক আসরে এতগুলো সোনা জয়ের কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণপদক জিতেছেন মারশাঁ।
মারশাঁর আগে কোন অলিম্পিকের এক আসরে চার দফা স্বর্ণপদক জয়ের কীর্তি গড়েছিলেন মাইকেল ফেলপস (২০০৪ ও ২০০৮), মার্ক স্পিটজ (১৯৭২) এবং ক্রিস্টিন ওটো (১৯৯৮)। যার মধ্যে পরপর দুই অলিম্পিকে এমন ঘটনা ঘটিয়েছিলেন ফেলপস। যাকে মনে করা হয় সাঁতারের দুনিয়ায় সবথেকে বড় নাম। এবার যেন শুরু থেকে তার রেকর্ড গুলোতে চ্যালেঞ্জ জানিয়ে নতুন কিছুর বার্তা দিচ্ছেন ফরাসি মারশাঁ।
আরও পড়ুন: ক্যারিবীয়দের টেস্ট খেলতে অনীহার কারণ জানালেন আন্দ্রে রাসেল
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৪/এফএএস