২০২০ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এর পর প্রায় আড়ায় বছর সময় অতিবাহিত হয়েছে। এতো দিন পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হয়েছে এই পেসারের।
দেশটির সংবাদমাধ্যমের বরাতে জানা যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন নির্বাচক এ বিষয়ে আমিরের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছেন। আমির যাতে জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুতি নেন, সেই পরামর্শও দেওয়া হয়েছে।
দুই বছর আগে বোর্ড ও কোচিং স্টাফদের ওপর শুধুমাত্র অভিমানের কারণেই অবসর নিয়ে নেন এই পেসার।
ওই সময় পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন মিসবাহ উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিস। পিসিবি চেয়ারম্যান ছিলেন রমিজ রাজা। তাদের কেউই এখন দায়িত্বে নেই।
আমির অবশ্য অবসর নেওয়ার সময়ই বলেছিলেন, কখনও যদি এই ম্যানেজম্যান্ট পরিবর্তন হয়, তবে ফেরার কথা ভাবতে পারেন। সেই সুযোগটা চলে এলো অবশেষে।
পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন, একজন নির্বাচক আমিরকে ক্রিকেটে মনোযোগ দিতে এবং মিডিয়ায় অপ্রয়োজনীয় কথা না বলার পরামর্শ দিয়েছেন। কেননা নির্বাচকরা তাকে জাতীয় দলে ফেরাতে চাইছেন। খুব দ্রুতই আমিরকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করা হবে, বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব!
ক্রিফোস্পোর্টস/০৩এপ্রিল২৩/এমবি