Connect with us
ক্রিকেট

পাকিস্তানের উদ্দেশে মঙ্গলবার দেশ ছাড়বে ক্রিকেটাররা

Bangladesh 'A' team is flying to Pakistan on Tuesday
মঙ্গলবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি- সংগৃহীত

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে তারা। বিসিবির একটি সূত্রে ক্রিকেটারদের আগামীকাল দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা বিরাজ করছে এবং তার প্রভাব পড়েছে ক্রিকেটেও। যে কারণে আসন্ন এই সিরিজের জন্য পর্যাপ্ত অনুশীলন না করেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১০ আগস্ট প্রথম চারদিনের ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।

বিসিবি সূত্র জানায়, দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলতে মঙ্গলবার (৬ আগস্ট) সকালেই পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ‘এ’ দল।

আরও পড়ুন:

» শিক্ষার্থীদের বিজয়ের পর যে বার্তা দিলেন এবাদত-শরিফুল-সোহানরা

» আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম : রুবেল হোসেন 

এদিকে আগামী ১৫ বা ১৬ আগস্ট দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে জাতীয় দল। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এখনও অনুশীলন শুরু করতে পারেননি ক্রিকেটাররা। কবে নাগাদ অনুশীলন শুরু হতে পারে সেই প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই অবস্থার উন্নতি হলেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শুরু হবে।

বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পাকিস্তান সফর করবেন জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হকসহ আরো কয়েকজন ক্রিকেটাররা। আগামী ১০ ও ১৭ আগস্ট যথাক্রমে সিরিজের প্রথম ও দ্বিতীয় চারদিনের ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২৩, ২৫ এবং ২৭ আগস্ট ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে জাতীয় দলের প্রথম টেস্ট। এরপর ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট