Connect with us
ক্রিকেট

দেশের ক্রিকেটকে ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে: ইমরুল

Imrul Kayes
ইমরুল কায়েস। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের মধ্য দিয়ে নতুন করে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের প্রতিটি ক্ষেত্রকেই নতুন করে সাজানোর পরিকল্পনা চলছে। পরিবর্তনের আভাস মিলেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রাজনীতির কালো থাকা থেকে মুক্ত করে পরিবর্তনের দাবি জানিয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েস।

মঙ্গলবার (৬ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিশাল বার্তা দেন ইমরুল। বোর্ডকে ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আশা করি স্বাধীন বাংলাদেশে সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’

সেখানে বিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগও আনেন ইমরুল। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে- এমন অভিযোগ এনে ইমরুল বলেন, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’

আরও পড়ুন:

» সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম

» কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হলেন সাকিব

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তরুণদের হাতে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইমরুল। তিনি মনে করেন তরুণদের হাত ধরেই একদিন ক্রিকেটে বড় সফলতা আসবে, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট, ইনশা-আল্লাহ।’

সরকারের পদত্যাগের পর থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি পরিচালকদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা গেছে, ভৈরবে পাপনের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। তবে শীঘ্রই হয়ত বিসিবির পরিচালনা কমিটিতে বিশাল পরিবর্তন আসবে।

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট