শেখ হাসিনার পদত্যাগের পর নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেটাঙ্গন। ক্ষমতাসীন দলের সহযোগিতায় দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করেছে অনেকে। তবে দেশের ক্রিকেটের উন্নয়নের ভূমিকায় তাদের কাজ প্রশ্নবিদ্ধ। তবে এ নিয়ে এতদিন মুখ খুলেনি কেউ। তবে সরকার পতনের পরেই একে একে বেরিয়ে আসছে নানান অভিযোগ।
মঙ্গলবার (৬ আগস্ট) ফেসবুক পোস্টে এক বার্তার মাধ্যকে বিসিবির বিরুদ্ধে অভিযোগ আনেন ইমরুল কায়েস। তার পোস্টের কয়েক ঘণ্টা পরই এবার বিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ক্রিকেটার রুবেল হোসেন।
দেশের ক্রিকেটকে ধ্বংসের নেপথ্যে রয়েছে এমন কয়েকজনের নাম অপ্রকাশিত রেখে অভিযোগ তোলেন রুবেল। তিনি বলেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।
আরও পড়ুন:
» দেশের ক্রিকেটকে ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে: ইমরুল
» সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম
এমনকি চন্ডিকা হাথুরুসিংহকে প্রধান কোচ বানিয়ে দেশের ক্রিকেটকে ধ্বংস করেছে, এমন অভিযোগও আনেন তিনি। তাদেরকে আর দায়িত্বে দেখতে চান না এই পেসার, ‘চান্ডিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’
তার পোস্টের নিচে কমেন্ট করেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি লেখেন, ‘ভাই , অনেক কিছু বলতে চাই কিন্তু কিছু বলতেছি না। তবে কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো জানি না।’
এর আগে রুবেলের মতো একই সুরে বার্তা দেন ইমরুল। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয়না৷ বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারায় এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৪/বিটি