Connect with us
ক্রিকেট

ক্রিকেটার সাকিবকে দলে চান বিজয়

Shakib-Bijoy
ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বিজয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের সম্পর্কটা অনেক বছরের। লাল-সবুজের জার্সিতে দলগতভাবে খুব বড় সফলতা না পেলেও ব্যক্তিগতভাবে অনেক অর্জন রয়েছে এই অলরাউন্ডারের। প্রায় দেড় যুগ বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার পর রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি ক্রিকেটটাও চালিয়ে যাচ্ছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসনে নির্বাচন করেছেন সাকিব। সেখানে জয়লাভ করে সংসদ সদস্য হন এই ক্রিকেটার। এর ফলে ক্রিকেটারের পাশাপাশি নতুন রাজনৈতিক পরিচয় পান তিনি। তবে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই সংসদ বাতিল ঘোষণা করে রাষ্ট্রপতি। এর ফলে তার নতুন পরিচয়ও বেশিদিন স্থায়ী হলো না।

তবে এবার ক্রিকেটার হিসেবেও তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। সরকারের পদত্যাগের পর অনেক আওয়ামী লীগ নেতারাই দেশ ছেড়ে পালিয়েছেন। যারা দেশে রয়েছেন তাদের মধ্যে অনেকেই পলাতক। তাছাড়া আওয়ামী লীগ নেতাদের অনেকেরই বাড়িতে হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফির বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুল জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া সাকিবের পার্টি অফিসেও আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

» দ.আফ্রিকা-উইন্ডিজ টেস্ট: প্রথম দিনে খেলা হলো ১৫ ওভার

» দুঃসংবাদ পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো তারকা 

চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সেখানে সফর করবে বাংলাদেশ। এই সিরিজে অংশ নিতে দেশে আসার কথা রয়েছে সাকিবের। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন এই তারকা অলরাউন্ডার। তবে দেশের এমন পরিস্থিতিতে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আগামী ১০ আগস্ট পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে এনামুল হক বিজয়ের নেতৃত্বে দুটি আঅফিশিয়াল টেস্ট ম্যাচ এবং তাওহীদ হৃদয়ের নেতৃত্বে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ক্রিকেটাররা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) মিরপুরে অনুশীলন করেন ‘এ’ দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিজয়।

সাকিব জাতীয় দলে ফিরবেন কিনা বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ প্রসঙ্গে বিজয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখুন, তিনি (সাকিব) কী চাচ্ছেন,তাঁর পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন, ভবিষ্যতে খেলাটা কীভাবে চালাবেন, রাজনীতি কীভাবে চালাবেন সেটা একদমই তাঁর ব্যক্তিগত বিষয়।’

তবে বিজয় চান যখন সাকিব ফিরবেন তখন ক্রিকেটার সাকিবকে যেন মাঠে পান, ‘তিনি (সাকিব) যখন ফিরবেন তখন ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই। ব্যক্তি হিসেবে তাকে মাঠে চাই। আমার বিশ্বাস, যখন তিনি ক্রিকেটে আসবেন তখন ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা তাঁকে পাবো।’

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট