প্রায় দুই বছর টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছিলেন সাইফউদ্দিন। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দুটি আনঅফিশিয়াল টেস্টের দলে ছিলেন তিনি। আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তান সফর করবে ‘এ’ দল। তবে সফরে আগমুহূর্তে হঠাৎ করেই দুই মাসের ছুটি নিয়েছেন সাইফউদ্দিন। এর ফলে এই অলরাউন্ডারের পাকিস্তান সফরে যাওয়া হচ্ছেনা।
গত জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন সাইফউদ্দিন। তবে তার চেয়ে ভালো বিকল্প থাকায় যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তিনি। ‘এ’ দলের আসন্ন পাকিস্তান সফরে দুটি আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। দুটো সিরিজেই দলে রয়েছেন এই অলরাউন্ডার। তবে ছুটি নেওয়ায় আর সেখানে খেলা হচ্ছেনা তার।
তবে শেষ মুহূর্তে সাইফউদ্দিনের ছুটি নেওয়ার কারণ সম্পর্কে জানা যায়নি। শারীরিকভাবেও সুস্থ রয়েছেন এই ক্রিকেটার। এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, সাইফউদ্দিন শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তার কোনো মেডিকেল সমস্যা নেই। আমি ফিজিওর থেকে জানতে পেরেছি সে দুই মাসের ছুটি নিয়েছে।
আরও পড়ুন:
» ক্রিকেটার সাকিবকে দলে চান বিজয়
» দ.আফ্রিকা-উইন্ডিজ টেস্ট: প্রথম দিনে খেলা হলো ১৫ ওভার
সাইফউদ্দিন না থাকায় বিকল্প ক্রিকেটার হিসেবে কে খেলবেন? এক্ষেত্রে তাসকিন আহমেদের খেলার সম্ভাবনা রয়েছে। বিসিবি সূত্রে জানা যায়, পাকিস্তান সফরে সাইফউদ্দিনের বদলি হিসেবে তাসকিনকে পাঠানো হবে। আগামী ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে এই পেসারের।
এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট খেলছেন না তাসকিন। গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলছিলেন তিনি। কাঁধে চোটের পাওয়ার কারণে লম্বা সময় বোলিং করতে পারতেন না এই পেসার। এ কারণে গত এক বছরে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই টেস্টে ফেরার কথা ছিল তার। তবে ‘এ’ দলের আন অফিশিয়াল টেস্টের মধ্য দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন এই গতি তারকা।
ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৪/বিটি