Connect with us
ফুটবল

বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

সালাম মুর্শেদী। ছবি- সংগৃহীত

সম্প্রতি ছাত্র-জনতার গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের চাপে ঘটেছে শেখ হাসিনা সরকারের পতন। আর এতেই সরকার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন কিংবা বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনে আসতে শুরু করেছে বিভিন্ন পরিবর্তন। যেহেতু দেশের সকল ক্ষেত্রে রাজনৈতিক একটা প্রভাব বিদ্যমান ছিল, তাই প্রায় সব সেক্টরে দেখা যাচ্ছে বড় রদবদল। যেই ধারাবাহিকতা অব্যাহত আছে ক্রীড়াঙ্গনেও।

এবার দেশের অন্যতম ক্রীড়া সংগঠনের একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) আসছে পরিবর্তন। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে সহ-সভাপতির দায়িত্ব থেক পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। দীর্ঘ প্রায় দেড় দশকের বেশি সময় বাফুফের এই দ্বিতীয় সর্বোচ্চ পদটি আঁকড়ে রেখেছিলেন তিনি।

২০০৮ থেকে ২০২৪ টানা চার মেয়াদে বাফুফের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন মুর্শেদী। পাশাপাশি চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যানও ছিলেন। সহ-সভাপতি পদের সঙ্গে সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন। বিজ্ঞপ্তিতে মুর্শেদী পদত্যাগের জন্য ব্যাক্তিগত কারণ দেখিয়েছেন। তবে হলফ করেই বলা যায় তার দায়িত্ব ছাড়ার কারণ রাজনৈতিক।

কেননা আন্দোলনে চাপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিপাকে পড়েছে তার দলের নেতাকর্মী, সাংসদ ও অসংখ্য মন্ত্রীরা-প্রতিমন্ত্রীরা। এদিকে সালাম মুর্শেদী টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক সেই ক্ষমতার কারণেই বাফুফেতেও নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছিলেন এই বোর্ড কর্মকর্তা।

দেখা গেছে সরকার পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ও মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন নিরাপত্তার কারণে। অনেকে পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন। বিভিন্ন সংগঠনের সিনিয়র পর্যায়ের কর্মকর্তা যারা রাজনৈতিক ভাবে ছিল সরকারের আজ্ঞাবহ তারা ইতোমধ্যেই পদত্যাগ করছেন বা কর্মে ফেরার সাহস পাচ্ছেন না। এবার অনেকটা সেই ধারাবাহিকতায় দায়িত্ব ছাড়লেন সালাম মুর্শেদী।

আরও পড়ুন: যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল