চলতি প্যারিস অলিম্পিকের চতুর্থ অ্যাথলেট হিসেবে ডোপ টেস্টে নিষেধাজ্ঞার কবলে পড়লেন গ্রিকের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক। ডোপ টেস্টে তার শরীরে অননুমোদিত বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। আর তাই তাকে চলতি আসর থেকে নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে অলিম্পিক অ্যাসোসিয়েশন।
এলিনির আগে ডোপ টেস্টে পজিটিভ আসায় আরো তিনজন অ্যাথলেটকে নিষিদ্ধ করেছিল অলিম্পিক কমিটি। মঙ্গলবার গ্রিক অলিম্পিক কমিটি (এইচওসি) নিজেরাই তাদের এক ক্রীড়াবিদ নিষিদ্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। যদিও তখনও তারা অ্যাথলেটের নাম জানা যায়নি। তবে এরপর প্রকাশ পেয়েছে ২৭ বছর বয়সী এই অ্যাথলেটের নাম।
আর নিষিদ্ধ হওয়ার পর এলিনি জানিয়েছেন মাংস খেয়েই সর্বনাশ হয়েছে তার। তিনি বলেন, ‘কয়েক দিন আগেই আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তখন কিছু একটা পাওয়া গিয়েছিল সম্ভবত। তবে আমি কখনোই বাড়তি কোন কিছু গ্রহণ করিনি। কিন্তু নমুনায় যেটা পাওয়া গিয়েছিল সেটা অনুমোদিত সীমার মধ্যেই ছিল।’
এলিনি আরো জানান জেনে বুঝে তিনি অননুমোদিত কোন কিছু গ্রহণ করেননি, ‘আমার শরীরে আয়রনের কিছু সমস্যা আছে। যার কারণে প্রতিদিন রেড মিট খেতে হয় আমাকে। কিছু থেকে থাকলে হয়তো সেটা ওই মাংসের মধ্যেই ছিল। তবে জেনেবুঝে নেশাজাতীয় এমন কিছু গ্রহণ করিনি যার জন্য আমি নিষিদ্ধ হতে পারি। বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।’
আরও পড়ুন: অলিম্পিকে এই দিনটির জন্য ৪০ বছর অপেক্ষা করেছে পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/এফএএস