আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পাঠ আরও আগেই চুকিয়েছেন ভারতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। ঘরোয়া ক্রিকেট বলতে খেলেন কেবল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে গেল মৌসুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার পর আইপিএলেও তার ইতি দেখে ফেলেছিলেন অনেকে।
যদিও চলতি বছর আইপিএল শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজের অবসরের বিষয়টি নিয়ে মুখ খুলেননি মহেন্দ্র সিং ধোনি। এদিকে সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত এক আয়োজনে নিজের অবসরের বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে বলে জানান তিনি। মূলত আইপিএলে দল গুলোর ক্রিকেটার ধরে রাখার নিয়মে বিসিসিআই পরিবর্তন আনলেই কেবল পরের আসরে খেলতে পারেন তিনি।
বর্তমানে নিয়ম অনুযায়ী আইপিএলে প্রতিটি দল নিজেদের চারজন করে ক্রিকেটার দলে ধরে রাখতে পারবে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চেন্নাইয়ের রিটেনশন তালিকা থাকা সেরা চার পছন্দের ক্রিকেটার হলেন রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা এবং শিভাম দুবে। আর এতে করে চেন্নাই শিবিরে জায়গা হারানোর শঙ্কা জেগেছিল ধোনির।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাম্প্রতিক খবর অনুযায়ী আগামী মৌসুম থেকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো সুযোগ পাবে ছয় ক্রিকেটার দলে ধরে রাখার। এতে করে বর্তমান নিয়মের তুলনায় দুজন ক্রিকেটার অতিরিক্ত দলে রাখতে পারবে দলগুলো। আর এতে করেই আসন্ন আইপিএলে ফের চেন্নাই দলে থাকার সুযোগ পেতে পারেন ধোনি।
যদিও ৪২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার কতটা ফিট থেকে আগামী মৌসুমে নিজের খেলার সুযোগ ধরে রাখতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। তবে ক্রিকেটার হিসেবে ধোনিকে খেলাতে না পারলেও তাকে হাতছাড়া করতে চায় না চেন্নাইয়ের মালিক পক্ষ। দলের মালিক এন শ্রীনিবাসন অন্য কোনো দলের জার্সিতে দেখতে নারাজ চেন্নাইকে পাঁচ বারের মতো শিরোপা জেতানো এই ক্রিকেটারকে।
আরও পড়ুন: বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে যে পরিকল্পনা চলছে
ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/এফএএস