অস্ট্রেলিয়ার ডারউইনে শুক্রবার (৯ আগস্ট) থেকে শুরু হয়েছে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্টের এবারের আসরে মোট ৯টি দল অংশ নেবে, যেখানে এশিয়া থেকে বাংলাদেশ এইচপি ও পাকিস্তান শাহীনস অংশগ্রহণ করবে। এছাড়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সের মতো দলগুলোও খেলবে এই টুর্নামেন্টে।
গত ১০ জুলাই আকবর আলিকে নেতৃত্বে রেখে এইচপির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে জাতীয় দলেরও কয়েকজন ক্রিকেটার খেলবেন। এই তালিকায় রয়েছেন তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারীরা।
এই টুর্নামেন্টের গ্রুপপর্বে মোট ৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি। আগামী ১১ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আকবর আলিদের প্রতিপক্ষ মেলবোর্ন রেনেগেডস। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন:
» বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে আম্পায়ার থাকছেন যারা
» নারী টি২০ বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর নিরাপত্তা চাইল বিসিবি
এরপর ১২ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ তাসমানিয়া ক্রিকেট দল। বেলা ২টা ৩০ মিনিটে মাটে গড়াবে ম্যাচটি। ১৪ ও ১৫ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে যথাক্রমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে খেলবে আকবর-তামিমরা।
১৬ আগস্ট গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তান শাহীনসকে মোকাবিলা করবে এইচপি ইউনিট। দুপুর আড়াই টায় শুরু হবে ম্যাচটি। ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে মাঠে নামবে আকবর আলির দল।
এইচপি টি-টোয়েন্টি দল:
আকবর আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসাইন ইমন, জিসান আলম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, মারুফ মৃধা, রিপন মন্ডল।
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/বিটি