ফুটবল মাঠে দারুণ সময় পার করছে স্পেন। সদ্য সমাপ্ত ইউরোতে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে লা রোহারা। এবার অলিম্পিকে সাফল্য বয়ে এনেছে স্পেনের যুবারা। অলিম্পিক ফুটবলের ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে পরাজিত করে দ্বিতীয় সোনা জিতল স্পেন।
শুক্রবার (৯ আগস্ট) প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে জমজমাট এক ফাইনাল উপহার দিয়েছে ফ্রান্স ও স্পেন। গ্যালারি ভর্তি দর্শকের সামনে প্রথম গোলটি উপহার দেয় স্বাগতিক ফ্রান্স। ম্যাচের ১১ মিনিটে এনজো মিলটের গোলে লিড নেয় দলটি। তবে প্রথমে গোল দিয়েই যেন বিপদ হলো ফ্রান্সের। ম্যাচের ১৮ মিনিটে ফারমিন লোপেজের গোলে ম্যাচে সমতা ফেরায় স্পেন। তার ৭ মিনিটি পরেই দ্বিতীয়বারের মতো ফ্রান্সের জালে আঘাত হানেন লোপেজ। ৭ মিনিটের ব্যবধানে তার জোড়া আঘাতে ২-১ এ লিড নেয় স্পেন।
দ্বিতীয় গোল হজমের পর আর দাঁড়ানোর সুযোগ পায়নি ফ্রান্স। তার তিন মিনিট পরেই তৃতীয়বারের মতো স্বাগতিকদের জালে আঘাত হাতে স্পেন। এবারের গোলটি আসে অ্যালেক্স বায়েনা পা থেকে। ৩-১ গোলে এগিয়ে যায় লা রোহারা। এই স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ।
আরও পড়ুন:
» প্যারিস অলিম্পিক : মাংস খেয়েই সর্বনাশ গ্রিক অ্যাথলেটের!
» বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে ৯ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট
তবে তিন গোল হজমের পরও হার মানেনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় এমবাপ্পেদের উত্তরসূরিরা। ম্যাচের ৭৯ মিনিটে মাগনেস আকলিওচের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফিলিপি মাতেতা। ৩-৩ গোলে সমতার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
দ্বিতীয়ার্ধে ফ্রান্সের এমন প্রত্যাবর্তন অতিরিক্ত সময়ে আর বজায় থাকেনি। অতিরিক্ত সময়ে স্পেনের সের্হিও কামেয়োর জোড়া গোলে জয় নিশ্চিত হয় স্পেনের। ম্যাচের ১০০ মিনিটে ও ১২০ মিনিট শেষে যোগ করা সময়ে গোল দুটি করেন কামেয়ো। এর ফলে ৫-৩ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় স্পেন।
২০২০ টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের কাছে সোনা হেরেছিল স্পেন। এবার সেই আক্ষেপ মিটিয়ে ১৯৯২ সালের পর আরেকটি সোনা জয়ের স্বাদ পেল দলটি। অন্যদিকে স্বাগতিক ফ্রান্সের হাতে ৪০ বছর পর অলিম্পিক সোনা জেতার সুযোগ ছিল। ১৯৮৪ লস এঞ্জেলস অলিম্পিকে ব্রাজিলকে হারিয়ে নিজেদের প্রথম ও একমাত্র সোনা জিতেছিল দলটি।
ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/বিটি