সরকারের পতনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের বেশ সম্ভাবনা জেগেছে। যার মধ্যে রয়েছে দেশের ক্রীড়াঙ্গনও। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন, সংস্কার ও উন্নয়নের অনেক সম্ভাবনা দেখছেন কোচ ও ক্রিকেটে বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।
শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিন একচেটিয়া রাজত্ব করেছেন অনেকে। যার ফলে অনেক বৈষম্য ও দুর্নীতি হয়েছে বোর্ডে। তবে সরকারের পদত্যাগের পর আত্মগোপনে রয়েছেন অনেকে। এর ফলে বিসিবিকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের পর নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গনের নতুন এই উপদেষ্টার কাছে ক্রিকেটের সংস্কার ও উন্নয়ন চান ফাহিম।
আরও পড়ুন:
» অলিম্পিক ফুটবল: ফ্রান্সকে হারিয়ে সোনা জিতল স্পেন
» বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে ৯ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট
দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, সমন্বয়করা যেসব উদ্দেশ্য নিয়ে আন্দোলন করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যেখানে দেশের বিভিন্ন অঙ্গনে সংস্কার আনা হবে এবং এই ধারাবাহিকতায় দেশের ক্রিকেটেও একটা পরিবর্তন আশা করেন এই কোচ।
দেশের ক্রিকেটে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি, বৈষম্য, একনায়কতন্ত্র, দুর্নীতি হচ্ছে। এসব নেতিবাচক বিষয়গুলো যেন আর না ঘটে এমনটাই তার চাওয়া। এমন মানুষ দিয়ে বোর্ড পরিচালিত হবে যেখানে সবাই সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করবে এবং কোনো দুর্নীতি থাকবে না। যেসব ফেডারেশনগুলোতে একনায়কতন্ত্র চলছে, বছরের পর বছর ধরে একই মানুষ একচেটিয়া রাজত্ব করছে, যেখানে তাদের উন্নয়নের ভূমিকা প্রশ্নবিদ্ধ- তাদেরকে বাদ দিয়ে বোর্ডকে নতুন করে সাজানো দরকার বলে মনে করেন ফাহিম।
ক্রিকেটে ভালো করার অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ফাহিম আশাবাদী, যদি বোর্ড সঠিক ও স্বচ্ছভাবে পরিচালিত হয় তাহলে খুব শীঘ্রই শীর্ষ দলগুলোর সঙ্গে নাম লেখাবে বাংলাদেশ। নতুন যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে এমনটাই চান বিকেএসপির এই সাবেক ক্রিকেট উপদেষ্টা।
ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/বিটি