দুটি চারদিনের ও তিনটি একদিন মোট ৫টি ম্যাচ খেলতে গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে তা হয়নি। যার কারণ দেশের চলমান পরিস্থিতি। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের জের ধরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে সংকটে পড়ে দেশের সার্বিক পরিস্থিতি। যার ফলে ‘অনিবার্য কারণবশত’ দুদিনের জন্য সফরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিন দিন পর অর্থাৎ ৯ আগস্ট পাকিস্তানের বিমান ধরেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। আর আজ ১০ আগস্ট ভোরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।
আরও পড়ুন:
» যুব ও ক্রীড়া উপদেষ্টাকে যে অনুরোধ করলেন সাইফউদ্দিন
» অলিম্পিক ফুটবল: প্রথম স্বর্ণের খোঁজে রাতে ফাইনালে নামছে ব্রাজিল
তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর দেরী হওয়ার কারণে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। নতুন সূচি অনুযায়ী ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে অবশ্য ১১ এবং ১২ আগষ্ট অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা।
সেই ম্যাচে খেলবেন জাতীয় দলের মুমিনুল, মুশফিক, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। সেই ম্যাচ শেষে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যোগ দেবেন নাজমুল হোসেন শান্তদের সঙ্গে। এদিকে এরপর ১৮ ও ১৯ আগষ্ট অনুশীলন করে ২০-২৩ আগষ্ট দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রিকেটাররা।
বাংলাদেশ ও পাকিস্তান শাহীনসের সূচি
প্রথম চারদিনের ম্যাচ | ১৩-১৬ আগস্ট |
দ্বিতীয় চারদিনের ম্যাচ | ২০-২৩ আগস্ট |
প্রথম একদিনের ম্যাচ | ২৬ আগস্ট |
দ্বিতীয় একদিনের ম্যাচ | ২৮ আগস্ট |
তৃতীয় একদিনের ম্যাচ | ৩০ আগস্ট |
ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/এজে