পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসান। দেশে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি।
এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে পরবর্তীতে সরকার ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেই সরকারের এমপি ছিলেন সাকিব। শেখ হাসিনা সরকারের অনেক এমপি-মন্ত্রী ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে আত্মগোপনে আছেন। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে সেই প্রভাব পড়ছে না।
আরও পড়ুন :
» দায়িত্ব নিয়েই তিন বিষয়ে সংস্কারের সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা
» ‘কারো রাজনীতি করার ইচ্ছা থাকলে খেলা থেকে অবসর নেয়া উচিত’
» দায়িত্ব নিয়েই তিন বিষয়ে সংস্কারের সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা
এদিকে দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপু। লঙ্কা সিরিজ মিস করা মুশফিক পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছেন।
সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট।
বাংলাদেশের ১৬ সদস্যের দলে আছেন যারা
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন কুমার দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এসএ