Connect with us
ফুটবল

‘নির্বাচন করেই এসেছি, পদত্যাগ কেন করবো?’

Kazi Salahuddin
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি - সংগৃহীত

চলতি মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের নানা প্রতিষ্ঠানে ক্ষমতার পালাবদল হতে শুরু করেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে হয় স্বেচ্ছায় নতুবা চাপে পড়ে পদত্যাগ করছেন বিভিন্ন উর্ধ্বতন কর্মকতারা। এই পালাবদলের হাওয়া থেকে রেহাই পায়নি দেশের ক্রীড়াঙ্গনও।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করাতে সোচ্চার হয়ে উঠেছে ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’। ধারণা করা হয়, এটিই বাংলাদেশের ফুটবল ভক্তদের সবচেয়ে বড় সংগঠন। তাদের পক্ষ থেকে অবশ্য ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেয়া হয়েছিল বাফুফে বসকে। তবে সালাউদ্দিন এসব উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, পদত্যাগ তো করবেনই না সামনে অক্টোবরে ফের নির্বাচন করবেন।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের ফুটবল ইতিহাসের এই কিংদন্তি বলেন, ‘আমি পদত্যাগ করছি না, আগামী ২৬ অক্টোবরে ফের নির্বাচন করবো। এটা আমার গণতান্ত্রিক অধিকার যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। পদত্যাগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসলে সেটা ভেবে দেখার বিষয় ছিল। কিন্তু এসব ছেলেপেলেদের (বাংলাদেশ ফুটবল আল্ট্রাস) হুমকি আমি মানতে পারি না। ওরা আমাকে মারার হুমকিও দিয়েছে। এটা ওরা করতে পারে না।’

আরো পড়ুন : অলিম্পিক গেমস: বিদায় প্যারিস, স্বাগত লস অ্যাঞ্জেলস

কাজী সালাউদ্দিন আরও যোগ করেন, ‘ওরা চায় আমি যেন আর নির্বাচন না করি। আগামী ২৬ অক্টোবরেই নির্বাচন হবে। আমাকে না চাইলে তারা আমার বিরুদ্ধে নির্বাচন করুক। কিন্তু আমার বিরুদ্ধে আপত্তি জানানোর তারা কে? আমি তো পদত্যাগ করবো না। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করে এই পদে বসেছি আমি। চাইলে আপনার জন্যও তো রাস্তা খোলা আছে।’

এছাড়াও তার পদত্যাগের দাবি তোলা ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’ ২০২২ সালে বিলুপ্ত হওয়া ক্লাব সাইফ স্পোর্টিংয়ের কর্ণধারের হয়ে কথা বলছেন বলে গুরুতর অভিযোগ করেন সালাউদ্দিন।

অন্য দিকে, আল্ট্রাসদের অভিযোগ দীর্ঘ ১৬ বছর বাফুফের দায়িত্বে থাকার পরও দেশের ফুটবলে দৃশ্যমান কোনো উন্নতি সাধিত হয়নি। ফুটবলে সালাউদ্দিনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি বাফুফে কর্তাদের দুর্নীতির কারণে দেশীয় ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই এই সংগঠনটির এক দফা দাবি, কাজী সালাউদ্দিনের পদত্যাগ।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল