Connect with us
ক্রিকেট

প্রথম চারদিনের টেস্টে কাল মাঠে নামছে মুশফিক-বিজয়রা

The first four-day test starts tomorrow
দুটি আনঅফিশিয়াল টেস্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। ছবি- সংগৃহীত

পাকিস্তান শাহীনসের বিপক্ষে দুটি চারদিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে দেশটিতে পৌছেছে বাংলাদেশ ‘এ’ দল। আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রথম চারদিনের টেস্ট ম্যাচ। ইসলামাবাদ ক্লাবে বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহীনসের মধ্যকার এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল গত ১০ আগস্ট। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্ধারিত সময়ে পাকিস্তান সফর করতে পারেনি বাংলাদেশ। এর ফলে ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এই ম্যাচে খেলবেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। আর ফলে জাতীয় দলের আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিতে পারবেন তারা। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো ফলাফল করার আশ্বাস দিয়েছেন লাল বলের অধিনায়ক এনামুল হক বিজয়।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়ায় শেষ ওভারে হারল বাংলাদেশ এইচপি

» ক্রিকেটারদের রাজনীতিতে যোগদান প্রসঙ্গে যা বললেন প্রধান নির্বাচক 

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বিজয় বলেন, ‘টেস্টে ভালো করার ক্ষেত্রে এই প্রস্তুতি ম্যাচগুলো আমাদের অনেক সাহায্য করবে। প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে। এর ফলে তাদের ভালো প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো অনেক কাজে দেবে। আশা করি এই সিরিজে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো।’

গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় পাকিস্তান সফরের আগে ঠিকভাবে অনুশীলন করতে পারেনি ক্রিকেটাররা। তবে সোমবার ম্যাচের আগের দিন বেশ ভালোভাবেই অনুশীলন করেছেন এনামুল-মুশফিকরা। তিনি বলেন, ‘গত কয়েকদিন দিন আমরা পর্যাপ্ত অনুশীলন করতে পারিনি। তবে আজ অনুশীলনে কোনো কমতি ছিল না। আমাদের প্রস্তুতি ম্যাচের জন্য এটি অনেক সাহায্য করবে।’

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট