Connect with us
ক্রিকেট

তামিমের সঙ্গে কথা বলে তার মতামত জানতে চান প্রধান নির্বাচক

Tamim Iqbal-Ashraf Lipu
তামিমের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আশরাফ হোসেন লিপু। ছবি- সংগৃহীত

দিন যত গড়াচ্ছে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কয়েকবার আলোচনায় বসার কথা তামিমের। তবে সেগুলো বাস্তবে পূর্ণতা পায়নি। যার কারণে এই অভিজ্ঞ ওপেনারের জাতীয় দলে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। মাঝে গুঞ্জন উঠেছিল, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে জাতীয় দলে ফিরতে প্রস্তাব দিয়েছিল বোর্ড। তবে আলোচনা না হওয়ায় এখনও তার ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে নতুন করে আবারও তার ফেরার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সোমবার (১২ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের ফেরার প্রসঙ্গে লিপু বলেন, ‘বিসিবি সভাপতির সঙ্গে তামিমের একটা বৈঠক হওয়ার কথা ছিল। আমাদের ভাবনা ছিল বৈঠকের পরেই যে সিদ্ধান্ত আসবে, সেটার আলোকে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। তবে আমার মনে হয় যে এখন অনেক কিছুই পরিবর্তন হতে যাচ্ছে, তাই তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে অন্তত তার মতামতটা জানতে চাই।’

আরও পড়ুন:

» ‘দেশের সবকিছু পরিবর্তন হয়েছে, আমরাও যেন ভালো কিছু করতে পারি’

» ক্রিকেটারদের রাজনীতিতে যোগদান প্রসঙ্গে যা বললেন প্রধান নির্বাচক 

এর আগে বিসিবি সভাপতি পাপন জানিয়েছিলেন, তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি এখনও অজানা। তবে তিনি চান ফের জাতীয় দলে ফিরুক তামিম। তিনি বলেছিলেন, ‘তামিমের ফেরার প্রসঙ্গে আমি এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। ওর সঙ্গে আমার আলোচনা হলেই বিষয়টা পরিষ্কার হবে। এর আগে কথা ছিল, বিপিএলের পর সে বসবে। তবে বিপিএল শেষে সে দেশের বাহিরে চলে যাওয়ায় আর যোগাযোগ হয়নি। তবে আমরা চাই সে আবারও জাতীয় দলে ফিরুক।’

গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর থেকেই চলছে নানা নাটকীয়তা। প্রথমে অধিনায়কত্ব থেকে পদত্যাগ, এরপর জাতীয় দল থেকে অবসর গ্রহণ এবং পরবর্তীতে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন। তবে অবসর ভেঙ্গে কেবল ঘরোয়া ক্রিকেটই খেলেছেন তামিম। ফের কবে জাতীয় দলে ফিরছেন তার দিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট ভক্তরা।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট