দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজটি শুরু হবে আগামী ২১ আগস্ট ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে। যদিও সিরিজ শুরু হতে এখনো বেশ কিছু দিন হাতে আছে, কিন্তু নিজেদের প্রস্তুতিটা সেরে নিতে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দেশ ছেড়েছে শান্ত-তাসকিনরা।
মূলত সম্প্রতি বাংলাদেশে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ও সরকার পরিবর্তনের ফলে অস্থিতিশীলতার কারণে শের-এ-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের তেমন সুযোগ পায়নি খেলোয়াড়েরা। এমতাবস্থায় পিসিবি থেকেই আগে প্রস্তাব পাঠানো হয়, টাইগাররা চাইলে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে গিয়ে তাদের অনুশীলন সেরে নিতে পারবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পিসিবির প্রস্তাবে সাড়া দেয়।
আরো পড়ুন : ‘সাকিব প্রকাশ্যে ক্ষমা চাইলে ক্রিকেট মাঠে ঢুকতে দেওয়া হবে’
ফলে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে দল পাঠিয়েছে বিসিবি। গতকাল (১২ আগস্ট) খেলোয়াড়-কোচ-কোচিং স্টাফসহ সব মিলিয়ে মোট ১৮ জনের বহর লাহোরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩:৪৫ মিনিটের ফ্লাইটে করে রওনা দেয়। তারা আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান। সেখানে হোটেলে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অবশ্য জাতীয় দলের কয়েক জন ক্রিকেটার আগেই ‘এ’ দলের হয়ে সেখানে খেলতে গেছেন। সেখানে মুশফিকুর রহিম ও এনামুল হক বিজয়ের মত ক্রিকেটাররাও আছেন। লাহোরে জাতীয় দল বিশ্রাম শেষে তিন দিন অনুশীলন করে ইসলামাবাদে চলে যাবে। সেখান থেকে রাওয়ালপিন্ডি গাড়ি করে যেতে সময় লাগে ২০ মিনিটের মত। তাই ধারণা করা হচ্ছে খেলা রাওয়ালপিন্ডিতে হলেও টিম টাইগার্স ইসলামাবাদের হোটেলেই উঠবে।
উল্লেখ্য, পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেয়ার জন্য বাংলাদেশ জাতীয় দলের নির্ধারিত সূচী ছিল ১৭ আগস্ট। আর দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২১ আগস্ট থেকে।
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/এমএস