বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই ছাত্রদের সমর্থনে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অনেকেই এ বিষয়ে সরব ছিলেন। তবে তরুণদের আইকন খ্যাত তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের থেকে সমর্থন আশা করেছিল ছাত্ররা। তবে তিনি এই বিষয়ে পুরোপুরি নীরব ছিলেন। যার ফলে তার ওপর ক্ষোভ প্রকাশ করেছে দেশের ছাত্র-জনতা।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের অযোগ্য ব্যক্তিদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে দেশের ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা। এসময় সাকিবকে নিয়েও কথা বলেছে তারা। সাকিবকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে প্রতিবাদকারী। যদি এমনটা না করে তাহলে মিরপুর স্টেডিয়ামে তাকে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রতিবাদ কর্মসূচি চলাকালে একজন প্রতিবাদকারী বলেন, সাকিবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাহলেই আমরা তাকে ক্রিকেট মাঠে ঢুকতে দিব। যদি তিনি ক্ষমা না চান, তাহলে আমরা তাকে মাঠে ঢুকতে দেব না।
আরও পড়ুন:
» বাংলাদেশের বিপক্ষে খেলবেন না টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার!
» ‘নির্বাচন করেই এসেছি, পদত্যাগ কেন করবো?’
এর আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রবাসী ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন সাকিব। আন্দোলনে তার নীরবতা নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন এক প্রবাসী। এসময় সাকিব কিছুটা রেগে গিয়ে তাকেই উলটো প্রশ্ন করেন, ‘ আপনি দেশের জন্য কী করেছেন?’ এরপর ভক্ত বলেন, ‘আমি তো আর এমপি না। আমার পরিবারের দায়িত্ব নিয়েছি আমি। ’ তবে এরপর কোনো উত্তর না দিয়ে সাকিব আবারো প্রশ্ন করেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
পরবর্তীতে সাকিবের এমন আচরণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর তাকে ঘিরে আরো সমালোচনা তৈরি হয় এবং তার ওপর দেশের মানুষের আরো ক্ষোভ জন্মায়। এজন্যই তাকে ক্রিকেট খেলা চালিয়ে যেতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে দেশের ক্রিকেটপ্রেমীরা।
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/বিটি