Connect with us
ক্রিকেট

বিসিবির সকল পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

Protests demanding the resignation of all BCB directors
বিসিবির পরিচালকদের পদত্যাগের দাবিতে মিরপুরে মানববন্ধন হয়েছে। ছবি- সংগৃহীত

সরকার পতনের পর থেকে উত্তাল দেশের ক্রীড়াঙ্গনও। এতদিন ধরে ফেডারেশনের পরিচালনা পদে থেকে যারা দায়িত্ব পালন করেছে, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাই তাদেরও পতনের বিরুদ্ধে জেগে উঠেছে দেশের ক্রীড়াপ্রেমীরা। এবার দেশের ক্রীড়া সংস্থাগুলোকেও নতুন করে ঢেলে সাজানোর দাবি উঠেছে।

সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে দেশের ফুটবল ভক্তরা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ডের পরিচালনা পর্ষদের অন্যান্য কর্তাদের পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দেশের ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটপ্রেমীরা।

এসময় বিভিন্ন প্রতিবাদী ব্যানার-ফেস্টুন নিয়ে মিরপুরে হাজির হয় প্রতিবাদকারীরা। ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ নামের সংগঠনটি তাদের ফেস্টুনের কয়েকজন বিসিবি পরিচালকের ছবি ব্যবহার করে প্রতিবাদ করেছেন, যার নিচে লেখা ছিল ‘পদত্যাগ করতে হবে’।

তাদের আরো কয়েকটি ফেস্টুনে লেখা ছিল, ‘অবিলম্বে বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে।’ ‘সৎ ও পরীক্ষিত সংগঠকদের নিয়ে ক্রিকেট বোর্ড নতুন করে গড়ে তুলতে হবে।’

এছাড়া একটি সংগঠনের ব্যানারে লেখা ছিল, ‘ক্রিকেট বোর্ডের সভাপতি, সিইও সহ সকল পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন।’

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতা ও বাংলা‌দেশ ফুটবল দলের সা‌বেক অধিনায়ক আমিনুল হক। এছাড়া বিসিবির কয়েকজন সাবেক কর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় আমিনুল হক বলেন, গত ১৭ বছরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যমে এটাকে ধ্বংস করে ফেলেছে। তাই আমাদের দাবি, ক্রিকেট বোর্ডের পরিচালকরা অনতিবিলম্বে পদত্যাগ করবেন।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট