২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই আলোচনায় উঠে আসে সৌদি প্রো লিগ। এরপর বিশ্বের নামি-দামি ফুটবলারদের দলে ভেড়াতে থাকে সেখানকার ক্লাবগুলো। একে একে নেইমার জুনিয়র, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, সাদিও মানেদের মতো তারকা ফুটবলাররা যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাবগুলোতে। এবার রোনালদো-নেইমারদের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
ভিনিসিয়ুসকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল-আহলি। ১ বিলিয়ন ডলারের বিনিময়ে ৫ বছরের চুক্তিতে তাকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। যা ক্রীড়া জগতে সবচেয়ে দামি চুক্তির প্রস্তাব। এর সঙ্গে আরো বেশকিছু সুবিধাও পাবেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল দল লস অ্যাঞ্জেলস ডজার্স জাপানের শোহেই ওতানিকে ৭০০ মিলিয়ন ডলারের বিনিময়ে ১০ বছরের চুক্তিতে কিনে নেয়। যদি ভিনিসিয়ুস আল আহলিতে পাড়ি জমালে শোহেই ওতানির চুক্তিকে ছাপিয়ে এটাই হবে ক্রীড়া জগতে সবচেয়ে দামি চুক্তি।
আরও পড়ুন:
» বিসিবির সকল পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন
» টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে শান্ত-তাসকিনরা
রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় পার করছেন ভিনি। এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রেও অন্যতম ফেভারিট এই তারকা। আশানুরূপ পারফরম্যান্স করায় তাকে নিয়েও খুশি রিয়াল মাদ্রিদ। গত বছর তার সঙ্গে চুক্তি নবায়ন করে ২০২৭ মেয়াদ বাড়ায় ক্লাবটি। চলতি বছর ১৩ মিলিয়ন ইউরো বেতন পাবেন ভিনি এবং আগামী বছরে থেকে সেটা বেড়ে ৪৫ মিলিয়ন হবে। তবে সৌদি ক্লাবে যোগ দিলে বর্তমান ক্লাবের প্রায় ১৩ গুন বেশি বেতন পাবেন এই তারকা।
আল-আহলিতে যোগ দিলে অন্যান্য যেসব সুযোগ-সুবিধা পাবেন ভিনিসিয়ুস-
- চুক্তি শেষে ২০২৯ সালে নিজের ইচ্ছেমতো বিশ্বের যেকোনো ক্লাবে যোগদানের সুযোগ থাকছে
- ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বকাপ ও সৌদি লিগের দূত হবেন ভিনিসিয়ুস
- খেলোয়াড়ি জীবন শেষে সৌদি আরবে নিশ্চিত সামাজিক অবস্থানের সুযোগ থাকছে
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/বিটি