পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে লাহোর পৌঁছে গেছে টিম বাংলাদেশ। অবশ্য সফরের দুদিন আগেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে আছেন পেসার শরিফুল ইসলাম।
তবে দল পাকিস্তান পৌঁছে গেলেও তিনি এখনো যেতে পারেননি। কানাডা লিগ শেষ করে সদ্য দেশে ফিরেছেন। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ইনশাল্লাহ- সব ঠিক থাকলে কাল যাচ্ছি।
এদিকে শরিফুল-সাকিবরা দেশে না থাকলেও, এর মধ্যে দেশে হয়ে গেছে ছাত্র-জনতার বিপ্লব। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন অভ্যুত্থানে রূপ নিলে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর পর ভেঙে দেওয়া হয় সরকার। বর্তমানে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব কাঁধে নিয়েছে। দুর্নীতি প্রতিরোধ করে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ থেকে বাদ যায়নি বিসিবিও।
আরও পড়ুন :
» ক্রীড়া জগতের সবচেয়ে দামি প্রস্তাব পেলেন ভিনিসিয়ুস
» বিসিবির সকল পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন
» টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে শান্ত-তাসকিনরা
ড. ইউনূস সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের সংস্কারের আশা করা হচ্ছে। ইতোমধ্যে মুখ খুলতে শুরু করেছেন ক্রীড়া সংগঠক থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা। সেই তালিকায় রয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও।
নতুন ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম। নতুন উপদেষ্টার কাছে চাওয়া পাওয়া নিয়ে শরিফুল বলেন, সবাই তো চায় ভালো কিছুই আমরাও ভালো কিছু চাইবো, ইনশাআল্লাহ৷
পাকিস্তান সফর নিয়ে শরিফুল বলেন, দেশের অবস্থা কেমন আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো ভালো কিছু করতে। রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংবান্ধব। খেলাটা ফাইটিং হবে।
তিনি বলেন, অনেকদিন পর লাল বলের খেলা। আমি তবে চেষ্টা করবো, প্র্যাকটিসের জন্য অনেক সময় আছে।
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/এসএ