গেল কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তারপর থেকে তিনি এখনো রয়েছেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ইন্টার মায়ামির জার্সিতে লিগস কাপে ফিরবেন মেসি, তেমনটাই আশা করেছিলেন ক্লাবটির কোচ টাটা মার্টিনো। তবে ফেরা হয়নি মেসির, আর বড় ধাক্কা খেল তার দল।
লিগস কাপের এবারের আসরে শেষ ষোলো পর্বে আজ কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নেমেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। এদিন দুই গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে যায় মেসি বিহীন ক্লাবটি। এদিন মায়ামির হয়ে গোল করেছিলেন দুই প্যারাগুইয়ান মাতিয়াস রোহাসের ও দিয়েগো গোমেজ।
এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যায় ইন্টার মায়ামি। মাতিয়াস রোহাস ১০ম মিনিটে লিড এনে দেন দলকে। এরপর দ্বিতীয়ার্ধে দিয়েগো গোমেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। ৬২ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে এরপরই অবিশ্বাস্য কামব্যাক দেখায় মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা। ৩ মিনিটের ব্যবধানে ২ গোল করে সমতায় ফেরে কলম্বাস ক্র।
প্রথমে ম্যাচের ৬৭তম মিনিটে এক গোল শোধ দেন ক্রিস্টিয়ান রামিরেজ। এরপর ৬৯তম মিনিটে সমতা ফেরান দিয়াগো রসি। এরপর ম্যাচের ৮০তম মিনিটে এই রসির গোল থেকেই এগিয়ে যায় কলম্বাস ক্রু। শেষ পর্যন্ত ইন্টার মায়ামি আর কোন গোল করতে না পারলে পরাজয় বরণ করে তারা। এতে করে মৌসুমের শুরুতে মেসিকে ছাড়া বড় ধাক্কা খেলো ইন্টার মায়ামি।
যদিও গত সপ্তাহে ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো জানিয়েছিলেন ইনজুরি কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। সময়ের সাথে তার অবস্থার উন্নতিও ঘটছে। মার্টিনো শেষ পর্যন্ত মেসির জন্য অপেক্ষা করার কথাও জানিয়েছেন। তিনি আশা করেছিলেন গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে দলের অন্যতম তারকাকে। তবে শেষ পর্যন্ত আর সেটি হয়নি।
আরও পড়ুন: প্রথম স্বর্ণপদক জয়ী নাদিমকে যে উপহার দিল পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/এফএএস