Connect with us
ফুটবল

মেসিকে দলে ফেরাতে মরিয়া বার্সেলোনার নতুন পরিকল্পনা

ফুটবলের জাদুকর লিওনেল মেসি
মেসিকে ফেরাতে বারবার পরিকল্পনা করছে বার্সেলোনা (ছবি- ইয়াহু স্পোর্টস)

মেসি ও বার্সেলোনার সম্পর্কটা যতটা না অর্থের তার চেয়ে বেশি আবেগের। যে ক্লাবটি তার কাছে ছিল ঘরের মতো, সেখান থেকে চোখের জলে বিদায় নিয়েছিলেন ফুটবলের এই জাদুকর।

স্প্যানিশ জায়ান্ট বার্সা মেসিকে ছেড়ে দিলেও ফরাসি ক্লাব পিএসজি লুফে নিয়েছিল মেসিকে। এরপরই কাতার বিশ্বকাপে নিজ দেশ আর্জেন্টিনার জন্য অধরা সোনালি ট্রফিটা ছুয়েছেন, বিশ্ব জয় করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। কুড়িয়েছেন সর্বকালের সেরা ফুটবলারের খেতাব।

ক্লাব থেকে বিশ্ব আসর সব খানেই মেসির পদচিহ্ন। এখন আর মেসির পাওয়ার কিছুই নেই, তবু আবেগটা রয়ে গেছে বার্সার প্রতি। চলতি বছরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফুটবল রাজা মেসির।

এছাড়া ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন করে আর চুক্তি না করারও গুঞ্জন আছে। ফের বার্সেলোনায় যোগ দিতে পারেন তিনি।

অপরদিকে মেসিকে পেতে মরিয়া বার্সা। শুধু তাই নয়, ঘরের ছেলেকে ঘরে ফেরাতে বর্তমান দলের তিন ফুটবলারকে ছেড়ে দিতে চায় স্প্যানিশ এ ক্লাবটি। খবর- গোলডটকমের।

এতে বলা হয়, মেসিকে ফেরাতে রাফিনহা, ফেরান তোরেস ও আনসু ফাতিকে বিক্রি করার পরিকল্পনা আছে বার্সার। এছাড়া জোয়াও কানসালোকে ধারে অন্য ক্লাবে পাঠানোর কথা ভাবছে দলটি। দলে নিতে স্প্যানিশ ক্লাবটি দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে মেসিকে।

অপরদিকে, আনসু ফাতিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের অনেল ক্লাব। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার এই ফুটবলারকে দলে নিতে চায়। আর রাফিনহাকে দলে পেতে আগ্রহী চেলসি। বার্সার আরেক ফুটবলার ফেরান তোরেসকে দলে নিতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ।

তাই, বলাই যাচ্ছে, দুয়ে দুয়ে চার মিলে গেলে মেসির কাছে খুব দ্রুতই প্রস্তাব পাঠাচ্ছে বার্সেলোনা।

আরও পড়ুন: পাকিস্তানে বিশ্বমানের নিরাপত্তা পাবে নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/০৯এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল