অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি লিগে নিজেদের চতুর্থ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। এসিটি কমেটসকে ৬ উইকেটে হারিয়েছে তানজিদ তামিম-আকবর আলীরা। এর ফলে টানা দুই হারের পর চতুর্থ ম্যাচে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল লাল-সবুজের এই প্রতিনিধিরা।
আজ (১৫ আগস্ট) খেলার শুরুতে আগে ব্যাট করতে নামা এসিটি কমেটসের ইনিংস শেষ হয় ১২৩ রানে। দলের টপ অর্ডার ছাড়া বাকি ব্যাটারদের কেউই তেমন রান করতে পারেননি। ফলে ১২৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পারে তারা। কিন্তু এইচপির ব্যাটারদের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে এসিটি কমেটসের ছোট পুঁজি টিকতে পারেনি। ফলে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি।
আরো পড়ুন : বাংলাদেশের বিশ্বকাপ ভারতে আয়োজনের প্রস্তাব, যা বললেন জয় শাহ
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে আসা ইসাম রহমান ৮ বলে ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নে ফিরলে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে এসিটি কমেটস। কিন্তু দলের রানের চাকা তেমন সচল রাখতে পারেনি তারা। ৩৪ বলে ৩৪ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙলে ধীরে ধীরে আরও চাপে পড়ে যায় লাল-সবুজদের প্রতিপক্ষরা। তাদের হয়ে মিকি ম্যাকনামারা ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন।
শেষ পর্যন্ত কমেটসদের ইনিংস সমাপ্ত হয় ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে। বল হাতে রিপন সর্বোচ্চ ৩ উইকেট ও আবু হায়দার রনি ২ উইকেট তুলে নেন।
সহজ লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে অর্ধেক কাজ সেরে রাখে ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। শুরুতেই ৩১ বলে ৫১ রানের অসাধারণ এক জুটি গড়েন তারা। যদিও ১৫ বলে ১৮ করে তামিম সাজঘরে ফিরে যান। তবে ৩৫ বলে নিজের অর্ধশতক তুলে নিয়ে জিসান দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। পরে তিনিও আউট হয়ে গেলে আকবর আলী ও শামীম পাটোয়ারী উইকেটে থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/এমএস