বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২১ আগস্ট। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে টাইগাররা। তবে রাওয়ালপিন্ডিতে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারলেও করাচিতে কোনো দর্শক গ্যালারিতে আসতে পারবে না। এর ফলে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
আগামী বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বসতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। আসন্ন এই টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। এজন্য এই ভেন্যুটির সংস্কারের কাজ চলছে। তাই দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখলে দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকবে। এ কারণে দর্শকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দ্বিতীয় টেস্টে দর্শক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ বুধবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, ‘ক্রিকেটে আমাদের নিবেদিতপ্রাণ ভক্তরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমাদের খেলোয়াড়দের অনেক সাহস ও প্রেরণা দেন। তবে বর্তমানে স্টেডিয়ামটির সংস্কার কাজ চলমান রয়েছে। তাই ভক্তদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের ব্যাপারটিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা দ্বিতীয় ম্যাচটি দর্শক ছাড়াই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন:
» ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে রোহিত, অপরিবর্তিত শান্ত-মুশফিকদের অবস্থান
» মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করলো বিসিসিআই
তবে দ্বিতীয় টেস্টের জন্য যারা ইতোমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি, ‘এই সিদ্ধান্তের পরেই টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। যারা এরই মধ্যে টিকিট কিনে ফেলেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।’
টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল। দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না থাকায় আগেভাগেই পাকিস্তানে সফর করেছে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বুধবার (১৪ আগস্ট) প্রথম দিনের মতো অনুশীলন করেছে হাথুরেসিংহের শিষ্যরা। এখানে অনুশীলন করে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/বিটি