দুটি আনঅফিশিয়াল টেস্টের প্রথমটিতে গতকাল (১৩ আগস্ট) পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দিন আগে ব্যাট করে মুশফিক-মুমিনুলদের নিয়ে ১২২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আজ (বুধবার) দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাড় করিয়েছে শাহিনস।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তান শাহিনসের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৭ রান। এতে ২৪৫ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। শাহিনসের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান এসেছে উমর আমিনের ব্যাট থেকে। ২৩ চার ও ৩ ছয়ে ইনিংসিটি সাজিয়েছেন এই ব্যাটার।
পাকিস্তান শাহিনসের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক সৌদ শাকিল ৯ চারের মারের ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ব্যাটার। এছাড়া ওপেনার মোহাম্মদ হুরায়রা করেছেন ৩৯ রান এবং সাদ খান ও কামরান গুলাম যথাক্রমে ৩১ ও ২০ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন:
» করাচিতে দর্শকশূন্য মাঠে খেলবে বাংলাদেশ-পাকিস্তান
» ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে রোহিত, অপরিবর্তিত শান্ত-মুশফিকদের অবস্থান
বাংলাদেশের পক্ষে ১৩ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন হাসান মুরাদ। এছাড়া তানজিম হাসান সাকিব ও নাঈম হাসান ১টি করে উইকেট শিকার করেছেন।
এর আগে প্রথম দিনে ১২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দুই অভিজ্ঞ সিনিয়র মুমিনুল হক ১১ এবং মুশফিকুর রহিম ১৪ রান করেছেন। শাহিনসের পক্ষে নাসিম শাহ ও মীর হামজা ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া মোহাম্মদ রমিজ জুনিয়র নিয়েছেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’:
প্রথম ইনিংস: ১২২/১০ (৪৪.৩ ওভার)
পাকিস্তান শাহিনস:
প্রথম ইনিংস: ৩৬৭/৪* (৯০ ওভার)
দ্বিতীয় দিনের খেলা শেষে ২৪৫ রানের লিড দিয়েছে পাকিস্তান শাহিনস।
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/বিটি