একমাসব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এবার আন্দোলনে নেমেছে পাকিস্তানের শিক্ষার্থীরাও। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে পাকিস্তানে উত্তাল
বাংলাদেশে আন্দোলনের এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার একই ঘটনা ঘটেছে পাকিস্তানেও। দেশটির বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। কিছু কিছু জায়গায় ইন্টারনেট চললেও তার গতি অনেক কম। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। তাই তাদের খোঁজ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও যোগাযোগ করেছেন কয়েকটি পরিবার।
আরও পড়ুন:
» চতুর্থ ম্যাচে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ এইচপি
» বাংলাদেশ হকি দলের জার্মানি সফর বাতিল; বাড়ছে হতাশা
বিসিবির একটি সূত্র দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ক্রিকেটারদের খোঁজ নিতে আমাদের সঙ্গে কয়েকজন ক্রিকেটারের পরিবার যোগাযোগ করেছেন। সেখানে আমাদের দল নিরাপদে রয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয় নম্বর দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত তারা শঙ্কামুক্ত।
উল্লেখ্য, আগামী ১৬ বা ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল থাকায় সফরের সময় এগিয়ে গত ১২ আগস্ট দেশ ছাড়ে টাইগাররা। আগামী ২১ আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট।
পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দলও। দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে গত ৯ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছে এনামুল হক বিজয়রা।
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/বিটি