নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভেন্যু হিসেবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আইসিসি। বাংলাদেশের বিকল্প হিসেবে ভারতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু বিসিসিআইয়ের থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় এবার মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনের পথ খোলা রাখছে তারা।
ভারতের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আজ (১৬ আগস্ট) তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এছাড়াও আইসিসি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ২০ আগস্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলেও জানায় তারা। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, আরব আমিরাতের দুবাই ও আবুধাবি ভেন্যু হিসেবে পুরোপুরি প্রস্তুত। তাই বাংলাদেশে আয়োজন করা সম্ভব না হলে তারা বিকল্প পন্থাই বেছে নেবে।
তবে এখনও নিজ দেশেই বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধপরিকর বিসিবি। তারা ইতোমধ্যে বিশ্বকাপে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনী প্রধানের কাছে চিঠিও দিয়েছে। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির থেকে আরও কিছু দিন সময় চাওয়ায় তারা বাংলাদেশকে আরও ৫ দিন সময় দিয়েছে। অন্যথায় হয়তো গতকালই (১৫ আগস্ট) ভেন্যু হিসেবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আরো পড়ুন : নারীদের নয়, পরিবেশ বদলানোর দাবী জানালেন বুমরাহ
বিশ্বকাপের আয়োজক হিসেবে অনেক আগেই বাংলাদেশের নাম চূড়ান্ত হলেও হঠাৎ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দেয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হতে পারেনি। এজন্য নিরাপত্তার ইস্যু নিয়ে আইসিসিও উদ্বিগ্ন।
তার উপর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই সব বিষয় মিলিয়েই তাই বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে দোটানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে সব কিছু ঠিকঠাকভাবে এগোলে বাংলাদেশের মাটিতেই আগামী ০৩ অক্টোবর নারী ক্রিকেটের বৈশ্বিক এই আসরের পর্দা উঠবে।
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/এমএস