পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলতে আগেভাগেই সেখানে পৌঁছে গেছে বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট মাঠে গড়াবে প্রথম টেস্ট। এই ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডিতে হলেও বর্তমানে লাহোরে অবস্থান করছে টাইগাররা। দেশের মাটিতে পর্যাপ্ত অনুশীলন করতে না পারায় সেখানে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শান্ত-তাসকিনরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেখানে প্রথম টেস্টের প্রস্তুতি সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন এই পাকিস্তানি।
বাংলাদেশ দল লাহোরে অনুশীলন করায় রাওয়ালপিন্ডির কন্ডিশন নিয়ে ধারণা নেই। তাই সেখানে দলের কম্বিনেশন কেমন সেটাও এখনই জানা যাচ্ছে না। তবে বাংলাদেশ টেস্ট দলে স্পিনাররা বেশি প্রাধান্য পায়। কিন্তু সেখানকার উইকেট পেসারদের অনুকূলে থাকলে চার পেসারও খেলানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুশতাক।
আরও পড়ুন:
» বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করতে পারাটা সম্মানের: মুশতাক
» অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী অ্যাথলেট কে?
তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডি কন্ডিশন বুঝে দলের কম্বিনেশন ঠিক করব। টেস্টে স্পিনাররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দলে তাদের প্রয়োজনীয়তা রয়েছে অনেক। তবে উইকেট পেসারদের অনুকূলে হয়ে থাকলে ভিন্ন কথা। আমাদের অনেক ভালো মানের পেসারও আছে। সেক্ষেত্রে আমরা চার পেসারও খেলাতে পারি।’
বাংলাদেশের পেসারদের উন্নতি চোখে পড়ার মতো। শেষ কয়েক বছরে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে তারা। তাই টাইগার পেস বোলিং ইউনিট নিয়ে বেশ আশাবাদী মুশতাক, ‘বাংলাদেশ দলে এখন বেশ ভালো মানের পেসার রয়েছে। আপনারা দেখবেন অনুশীলনে ৪-৫ জন পেসার রয়েছে। তারা বেশ ভালো। এখানের কন্ডিশন বুঝতে তাদের হয়ত কিছুটা সময় লাগবে। তারা যদি কন্ডিশন ভালোভাবে বুঝতে পারে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আমি আশাবাদী, তারা বেশ ভালো করতে পারবে। বিদেশের মাটিতেও দলকে জেতাতে পারবে।’
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/বিটি