Connect with us
ফুটবল

মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা

FC Barcelona
লা লিগায় রাত দেড়টায় মাঠে নামছে বার্সেলোনা। ছবি - সংগৃহীত

ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের মধ্যে লা লিগা, প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ান এর নতুন মৌসুমের খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আর সিরি আ’র নতুন মৌসুম আজ শনিবার (১৭ আগস্ট) থেকে শুরু হবে। প্রথম দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। এদিকে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বার্সা।

নতুন কোচের অধীনে খেলতে নামা কাতালান জায়ান্টরা গত মৌসুমের তিক্ত অভিজ্ঞতা ভুলে নিশ্চয়ই শুরুটা ভালোভাবে করতে চাইবে। গেল মৌসুমে একটি শিরোপাও জিততে পারেনি বার্সা। তার উপর তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জিতেছে ৩ শিরোপা যার মধ্যে রয়েছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। তাই হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা নিশ্চিতভাবে চাইবে নিজেদের লা লিগা শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে।

আরো পড়ুন : বিগ ব্যাশের দলকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

আজ বাংলাদেশ সময় রাত ১:৩০ টায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেস্তায়ায় খেলতে নামবে ফ্লিকের শিষ্যরা। লিগে দু’দলের শেষ ৮ ম্যাচে বার্সা জিতেছে ৬ বার, বাকি দু’বার ড্র হয়েছে। তবে আজ কিছুটা সাবধানতাই অবলম্বন করা লাগতে পারে স্প্যানিশ জায়ান্টদের। কারণ ইনজুরির কারণে আজ বার্সার হয়ে খেলবেন না পেদ্রি, গাভি, ফাতি ও নতুন দলে ভেড়া দানি ওলমো।

অন্য দিকে, গতকাল প্রিমিয়ার লিগে দলের শুরুটা শেষ মুহুর্তের গোলে জয় দিয়েই রাঙাতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর আজ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরু করতে মাঠে নামবে দুই জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। প্রথম পরীক্ষায় অলরেডদের প্রতিপক্ষ ২২ বছর পর প্রিমিয়ার লিগপ উত্তীর্ণ হওয়া ইপ্সউইচ টাউন। আর আর্সেনাল মুখোমুখি হবে উলভসের। আজ এই ম্যাচের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে টানা ৯৯ মৌসুম খেলার কীর্তির সামনে দাঁড়িয়ে গানাররা। আর কোনো ইংলিশ ক্লাবের এমন রেকর্ড নেই।

আজ ২২ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিউরির গানারদের জার্সিতে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ইতালিয়ান সবশেষ ইউরোতে আজ্জুরিদের হয়ে দারুণ খেলে ফুটবল বিশ্বের নজর কাড়েন। এরপরই তড়িঘড়ি করে তাকে নিজেদের ডেরায় ভেড়ায় মিকেল আর্তেতা।

এছাড়া শিরোপা পুনরুদ্ধারের মিশনে মৌসুম শুরু করতে যাওয়া লিভারপুল তাদের নতুন কোচ আর্নে স্লটের অধীনে নামবে। সালাহ, নুনেজ, দিয়াজসহ ফুল ফিট স্কোয়াড নিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। এখন দেখার বিষয়, ঘরের মাঠে শেষ ২১ ম্যাচ অপরাজিত থাকা ইপ্সউইচ টাউন আজ অলরেডদের বিপক্ষে কেমন প্রতিরোধ গড়ে তুলতে পারে।

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল