বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দল একই সময়ে পাকিস্তান সফর করেছে। জাতীয় দলে দুই টেস্টের পাশাপাশি পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চারদিনের আনঅফিশিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ‘এ’ দল। ইতোমধ্যে বাংলাদেশ ‘এ’ দল ও শাহিনসের প্রথম আনঅফিশিয়াল টেস্ট শেষ হয়েছে, যেখানে অংশ নিয়েছিলেন মূল টেস্টে দলে থাকা মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাঈম হাসানরা।
জয় শাহিনসের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্টে খেললেও মূল টেস্টে আর খেলা হচ্ছে না। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছে।
গত ১২ আগস্ট ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয় এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। তবে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বিজয়-মুশফিকরা। প্রথম দিনেই মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় তারা।
আরও পড়ুন:
» প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেল ম্যানইউ
» পাকিস্তান শাহিনসের বিপক্ষে ড্র করল মুশফিকরা
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে রাঙিয়েছিলে একমাত্র জয়। ইনিংসের অর্ধেক রানই আসে তার ব্যাট থেকে। ১১৬ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন এই ওপেনার। তবে পাকিস্তানের প্রথম ইনিংসে চোটে পড়েন এই ক্রিকেটার। এ কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি তিনি।
জানা গেছে, প্রায় তিন সপ্তাহর জন্য ছিটকে গেছেন এই ব্যাটার। তার বিকল্প হিসেবে পাকিস্তান সিরিজে ডাক পাবেন আরেকজন ওপেনার।
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/বিটি