পাকিস্তান ও বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ২১ তারিখ থেকে। তার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু এই প্রস্তুতিমূলক ম্যাচেই দু:সংবাদ পেল বাংলাদেশ। চার দিনের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন তরুণ ওপেবার মাহমুদুল হাসান জয়। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
আরও শঙ্কার বিষয়, ওই একই ম্যাচে আঙুলে চোট পান মি. ডিপেন্ডেবল খ্যাত উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তাই রাওয়ালপিন্ডি টেস্টে তার খেলা নিয়েও প্রশ্নের সঞ্চার হয়। তবে প্রথম টেস্টের আগপই পুরোপুরি সেরে উঠবেন বলে আত্নবিশ্বাসী দেশসেরা এই ব্যাটার।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে মিডল অর্ডারে নেমে ১৪ করে আউট হওয়া মুশি দ্বিতীয় ইনিংসে আর ব্যাটই করেননি। আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাটিংয়ে না আসার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলাম, তাই আর ব্যাট হাতে নামিনি। তবে আশা করি, প্রথম টেস্টের আগেই সেরে উঠবো।’
এছাড়াও মুশি পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘এখানে (পাকিস্তান) সব কিছু ভালো মতই এগোচ্ছে। যদিও ম্যাচের ফলাফল এবং আবহাওয়া কোনোটিই আমাদের পক্ষে ছিল না, তবে বলতেই হবে তারা অনেক ভালো ক্রিকেট খেলেছেন। উমার ভাই দারুণ খেলেছেন। আর বল হাতে নাসিম ভাই, মীর হামজা, মোহাম্মদ আলি ছিলেন দুর্দান্ত। আশা করি, আমাদের দলের তরুণরা এই সফর থেকে অনেক কিছু শিখতে পারছে।’
‘এখানে এসে আবহাওয়ার কারণে আমরা পর্যাপ্ত অনুশীলন করতে পারিনি। তবে এটুকু বলতে পারি, মাঠে সেরাটা দিয়েই চেষ্টা করেছি। কিন্তু প্রথম ইনিংসটা আসলে আমাদের পক্ষে ছিল না’ – যোগ করেন মুশফিক।
চার দিনের আনঅফিসিয়াল ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ায় ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জয়কে। এখন মুশফিকও যদি প্রথম টেস্টের আগে আঙুলের চোট থেকে সেরে না উঠেন তাহলে টাইগার ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে।
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/এমএস