আরও আগেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পাঠ চুকিয়ে ফেলেছেন ভারতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। ঘরোয়া ক্রিকেট বলতে খেলেন কেবল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে গেল মৌসুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার পর আইপিএলেও তার ইতি দেখে ফেলেছিলেন অনেকে।
যদিও চলতি বছর আইপিএল শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজের অবসরের বিষয়টি নিয়ে মুখ খুলেননি মহেন্দ্র সিং ধোনি। এদিকে সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত এক আয়োজনে নিজের অবসরের বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে বলে জানান তিনি। মূলত আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস ও ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তনের ওপর নির্ভর আগামী মৌসুমে ধোনির খেলা না-খেলা।
এদিকে শোনা যায় আইপিএলের পুরনো নিয়ম অনুযায়ী ধোনিকে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় হিসেবে (আনক্যাপড প্লেয়ার রুল) বিবেচনা করতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-কে প্রস্তাব দিয়েছে চেন্নাই। যদিও ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, এই নিয়ম ফিরিয়ে আনার জন্য চেন্নাই কোন অনুরোধ করেনি, বরং বোর্ডই জানিয়েছে, রাখা হতে পারে এই নিয়ম।
আনক্যাপড খেলোয়াড় নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার পাঁচ বছর বা তার অধিক সময় আগে অবসর নিলে তাঁকে ‘অভিষেকের অপেক্ষায় থাকা’ হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ওই খেলোয়াড়কে ধরে রাখতে কম খরচ করতে হবে। এদিকে ধোনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে জুলাইয়ে। তাই এই নিয়ম ফিরিয়ে আনলে, এর আওতাভুক্ত হবেন তিনি।
এর আগে ২০০৮ সালে আইপিএলের শুরু থেকে ২০২১ সাল পর্যন্ত ‘আনক্যাপড প্লেয়ার নিয়ম’ চালু ছিল। ২০২২ সালে নিয়মটি বাতিল করা হয়। তবে সম্প্রতি মুম্বাইয়ে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি দলের মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল টুর্নামেন্টের পরিচালনা পরিষদ। জানা যায় সেখানে একাধিক ইস্যুর পাশাপাশি এই নিয়ম ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া বর্তমানের নিয়ম অনুযায়ী আইপিএলে প্রতিটি দল নিজেদের চারজন করে ক্রিকেটার দলে ধরে রাখতে পারবে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চেন্নাইয়ের রিটেনশন তালিকায় থাকা সেরা চার পছন্দের ক্রিকেটার হলেন রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা এবং শিভাম দুবে। আর এতে করে চেন্নাই শিবিরে জায়গা হারানোর শঙ্কা জেগেছিল ধোনির।
তবে মুম্বাইয়ের সেই আলোচনা সভায় সর্বোচ্চ সাত ক্রিকেটার ধরে রাখার বিষয়ে দাবি জানানো হয়েছে। শেষ পর্যন্ত যদি প্রাণ চাইছি দলগুলো অধিক ক্রিকেটার ধরে রাখতে সক্ষম হয় তবে আগামী মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে ফের দেখা যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে ধোনির। তবে ক্রিকেটার হিসেবে ধোনিকে না পেলেও ভিন্ন কোন ভূমিকায় চেন্নাই শিবিরে দেখতে চান দলটির মালিক এন শ্রীনিবাসন।
আরও পড়ুন: লেভান্ডফস্কির জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৪/এফএএস