নয় দলের টুর্নামেন্ট টপ এন্ড টি-টোয়েন্টি লিগের ফাইনালে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি)। আজ রবিবার (১৮ আগস্ট) টুর্নামেন্টের ফাইনালে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে যায় আকবর আলীর দল। ফলে রানার্সআপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করতে হলো লাল-সবুজ প্রতিনিধিদের।
ফাইনালে আগে ব্যাট করতে এসে ১৬৯ রানে শেষ হয় অ্যাডিলেড স্ট্রাইকার্সের ইনিংস। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ এইচপি’র ইনিংস থামে ১৩৭ রানে। ফলে ৩২ রানে হারতে হয় আকবর-জিসানদের। ফাইনাল সেরা হন অ্যাডিলেড স্ট্রাইকার্সের অলরাউন্ডার লিয়াম স্কট। ব্যাট হাতে ৩০ রানের পাশাপাশি বল হাতে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।
আরো পড়ুন : দল থেকে দুই মাসের ছুটি নেয়ার কারন জানালেন কামিন্স
ম্যাচের শুরুতে যদিও দ্বিতীয় ওভারেই জ্যাক উইন্টারকে দলীয় ৫ রানে সাজঘরে ফিরিয়ে ভালো শুরু পায় এইচপি। দ্বিতীয় উইকেট জুটি ৫৯ রান যোগ করে বিপদ সামাল দেন ম্যাথিয়াস এবং ও’কনেল। ম্যাথিয়াসকে মাহফুজুর রহমান রাব্বি আউট করলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ার দলটি। এক পর্যায়ে ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে স্ট্রাইকার্সরা। কিন্তু এরপরও রানের চাকা সচল থাকায় এবং টম ও’কনেলসহ বাকি ব্যাটারদের মাঝারি পুঁজিতে ভালো লক্ষ্য দাঁড় করায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।
জবাবে বাংলাদেশ এইচপি’র ওপেনার তানজিদ তামিম ও জিসান ভালো শুরু এনে দেন। তামিমের ব্যাট থেকে আসে ৩৫ রান। আরেক ওপেনার জিসান ১৮ করে আউট হন। কিন্তু বাকি টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় ১৩৭ রানে অলআউট হতে হয় বাংলাদেশ এইচপিকে। মাঝে আফিফ হোসেনের ১৮ ও রাব্বির ২১ রান ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি।
উল্লেখ্য, আজকের ফাইনালের মধ্য দিয়ে ৩০ ম্যাচের টপ এন্ড টি-টোয়েন্টি লিগের সমাপ্তি ঘটলো। টুর্নামেন্টের গ্রুপপর্বে পাকিস্তান শাহিনসও দুর্দান্ত খেলেছিল। কিন্তু শিরোপাজয়ী স্ট্রাইকার্সদের কাছে হেরেই আসর থেকে ছিটকে পড়তে হয় তাদের।
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৪/এমএস