বাংলাদেশের নারী ফুটবলে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা খেলোয়াড়ের সংখ্যা কম নয়। তবে দেশের ক্রিকেট প্রেক্ষাপট বিবেচনায় তেমনটা বেশ বিরল। বিশেষ করে পুরুষদের ক্রিকেটে। তবে এবার সে ঘটনাটাই ঘটিয়েছেন আদিবাসী অনিক দেব বর্মন। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ প্রাথমিক দলে। এবার তার স্বপ্ন জাতীয় দলের প্রতিনিধিত্ব করার।
প্রত্যন্ত হবিগঞ্জ থেকে উঠে আসা এ তরুণ শোয়েব আক্তার, ব্রেট লি, তাসকিনদের আদর্শ মনে করে হয়েছেন পেস বোলার। স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে জায়গা করে নেয় অনিক। উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই বালক নিজের দক্ষতা দিয়ে সকলের নজর কাড়ার পর গণমাধ্যমকে জানিয়েছেন নিজের স্বপ্নের কথা।
অনিক দেব বর্মনের কণ্ঠে শোনা যায়, তাদের গ্রামে বিদ্যুত ছিল না। মাঠ সংকটের কারণে তখন ক্রিকেটার হওয়া ছিল বিলাসিতা। এমনকি ক্রিকেট বল না পেয়ে খেলেছেন রাবার বল দিয়ে। ক্রিকেট খেলার প্রথম দু’বছর বুট ছাড়াই খেলেছেন অনিক। প্রতিকূল পরিবেশ থেকে কীভাবে উঠে এসেছেন, শুনিয়েছেন সেই গল্পের কিছু টুকরো অংশ।
নিজের ক্রিকেট খেলার এক অভিজ্ঞতা তুলে ধরে অনিক বলেন, ‘আমার লাইফে আমি একবার ব্যাটিং করি স্কুল ক্রিকেটে খেলার সময়। তখন আমি ৩৪ রান করে দলকে জিতিয়েছিলাম। বোলিংয়ে প্রতিপক্ষের ৩ উইকেট শিকার করেছিলাম।’
এদিকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাজমুল হোসেন প্রশংসা করেছেন তরুণ এই পেসারকে নিয়ে। অনিককে নিয়ে আশাবাদী এই কোচ বলেন, ‘সে এই বয়সে ১৩০ কি.মি গতিতে বল করতে পারে নিয়মিত। যেহেতু বলে সুইং করাতে পারে সে, এক্ষেত্রে ১২০ কিংবা এর বেশি হতে পারে।’
আরও পড়ুন: ফুটবলারদের ব্যক্তিগত ছুটি বাড়ানোর পরিকল্পনা জানাল রিয়াল
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/এফএএস