আগামী ২১ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাবর আজমদের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্তরা। ম্যাচটি মাঠে গড়াতে আরো ২ দিন বাকী থাকলেও এরই মধ্যে ম্যাচের একাদশ প্রকাশ করেছ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করবেন
আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। ওয়ান ডাউনে নামবেন পাকিস্তান দলপতি শান মাসুদ এবং চারে নামবেন বাবর আজম। মিডল অর্ডারে ব্যাট করবেন সহ-অধিনায়ক সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা।
আগে থেকেই ধারণা করা হয়েছিল, রাওয়ালপিন্ডি টেস্টের উইকেটে ঘাস থাকবে। সেক্ষেত্রে সুবিধা পাবেন পেসাররা। পাকিস্তানের একাদশ ঘোষণার পর অনেকটা নিশ্চিত যে সেখানকার উইকেট পেসারদের অনুকূলে। কেননা পাকিস্তানের বোলারদের তালিকায় ৪ জন পেসার রাখা হয়েছে। যেখানে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলী।
আরও পড়ুন:
» ক্রীড়া উপদেষ্টার সঙ্গে হঠাৎ তামিমের সাক্ষাৎ কীসের ইঙ্গিত দিচ্ছে?
» জাতীয় দলে খেলার স্বপ্ন অনিক বর্মনের
এদিকে রাওয়ালপিন্ডি টেস্টকে সামনে রেখে সম্প্রতি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেখানে তিনি জানিয়েছিলেন, কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের একাদশ চার পেসার রাখা হতে পারে। সেক্ষেত্রে রাওয়ালপিন্ডি টেস্টে তাসকিন-শরিফুল ও শাহিন-নাসিমদের এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান একাদশ-
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/বিটি