টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলার বাইরেই ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এমনকি এই সময়টায় অনুশীলনেও দেখা যায়নি তাকে। অবশেষে দেড় মাস বিরতি শেষে মিরপুরে আজ মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। মিরপুরের ইনডোরে আজ তাকে ব্যক্তিগত অনুশীলন করতে দেখা গেছে।
তবে মিরপুরে মাহমুদুল্লাহর সঙ্গে আরও দুই টাইগার ক্রিকেটারও অনুশীলনে উপস্থিত হয়েছিলেন। দু’জনের একজন স্পিনার রিশাদ হোসেন, অপরজন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। মাহমুদুল্লাহকে অবশ্য আজ ব্যাটিংয়ের প্রতিই বেশি মনোযোগ দিতে দেখা গেছে। টেস্ট ক্রিকেট থেকে ২০২১ সালে অবসর নেয়ায় জাতীয় দলের পাকিস্তান সিরিজে নেই এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আগামীকাল (২০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আবার সেপ্টেম্বর-অক্টোবরের ভারত সফরে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে ফের জাতীয় দলে দেখা যাবে এই ব্যাটিং অলরাউন্ডারকে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু সে ম্যাচে তার ধীরগতির ব্যাটিংয়ের জন্য ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই খেলোয়াড়কে।
উল্লেখ্য, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান ‘পঞ্চপাণ্ডব’ এর এই সদস্য। তবে বাকি দুই সংস্করণে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/এমএস