সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক অস্থিতিশীল ছিল। যার প্রভাব বাংলাদেশ ক্রিকেটেও বিদ্যমান। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ক্রিকেট বোর্ড এর দায়িত্বে থাকা অনেকের পদত্যাগ কিছুটা হলেও ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব ফেলেছে। সরকার পাল্টালো, বোর্ড পাল্টালো, সভাপতি পাল্টালো। এতো সব পরিবর্তনের পর প্রথমবার ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। এর আগে কী ভাবছেন শান্ত? এমতাবস্থায় আজ থেকে শুরু হওয়া টেস্ট সিরিরেজ প্রথম ম্যাচ সামনে রেখে দলকে নিয়ে আশাবাদী টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ প্রভাব ফেলেছে অক্টোবর এ অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনও ভেস্তে গেছে। টুর্নামেন্টে এর আয়োজক দেশ হিসাবে বাংলাদেশের নাম থাকলেও আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি।
এদিকে ২ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ এই প্রথম মাঠে নেমেছে আজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশে চলমান ঘটনাগুলি নিয়ে খুব বেশি চিন্তা করতে চাইবেন না, এমনকি সরকার পতনের সাথে তার সতীর্থ সাকিব আল হাসানের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করাটাকে তিনি মাঠের বাইরের ঘটনা বলেই বিবেচনা করতে চান।
আরও পড়ুন:
» অবশেষে নাটকের অবসান, পদত্যাগ করলেন পাপন
» বাংলাদেশ ক্রিকেট পেল নতুন অভিভাবক, কে এই ফারুক আহমেদ
পক্ষান্তরে সাকিব আল হাসান রাজনৈতিক কোন বিষয়েই কোন মতামত দেননি, বরং তিনি তার মাঠের খেলা, এবং চর্চা নিয়ে বেশি লক্ষ রাখতে চান। শান্তও আশা করেন, সাকিব নিজেকে যতটা সম্ভব পেশাদার রাখবেন।
পাকিস্তানে খেলা দুইটি টেস্ট ম্যাচই আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশীপ এর অংশ, তাই নিজেদের সর্বোচ্চ দেওয়ার আশ্বাস ও দিয়েছেন শান্ত।
এর পর সাকিব আসল হাসান সম্পর্কে তিনি বলেন “সাকিব ভাই অনুশীলনে দারুণ ফিজিকাল কন্ডিশন এ আছেন। তার ভালো করার ইচ্ছা আছে,” রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে শান্ত আরো বলেছেন “সে প্রতিটি অনুশীলন সেশনে তার প্যাশন দেখিয়েছে। তিনি পেশাদার ক্রিকেটার। আমরা সবাই তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখি। তিনি এতদিন ধরে এই খেলাটি খেলেছেন যে তিনি তার ভূমিকা জানেন; তিনি নিজেকে প্রস্তুত করতে জানেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভাবছি না। আমি আশা করি এই সিরিজে সে বিশেষ কিছু করবে।”
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এএস/এজে