আজ বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হয়েছে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ এই সিরিজ দু’দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩ টায় টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ইনিংসের শুরুতেই বল হাতে স্বাগতিকদের চাপে ফেলে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদের পর শরিফুল ইসলামের জোড়া আঘাতে দলীয় ১৬ রানেই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার আব্দুল্লাহ শফিক ব্যক্তিগত ২ রানে আউট হওয়ার পর শান মাসুদ (৬ রান) ও বাবর আজমকে (০ রান) সাজঘরে পাঠান বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম।
তবে চতুর্থ উইকেটে শত রানের উপরে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা ভালোভাবেই সামাল দেন সায়েম আইয়ুব ও সৌদ শাকিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১১৯ রান। সায়েম ৫৬ রানে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান ১ রানে এবং শাকিল ৪৬ রানে অপরাজিত আছেন।
অবশ্য পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচের পরিসংখ্যান মোটেই টাইগারদের পক্ষে কথা বলে না।
চলতি সিরিজের আগ পর্যন্ত ম্যান ইন গ্রিনদের বিপক্ষে মোট ১৩ টি টেস্ট খেলেছে বাংলাদেশ। অথচ এখনও পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয়হীন লাল-সবুজের প্রতিনিধিরা। ১ টি ড্র ও ছয়টি টেস্ট হেরেছে ইনিংস ব্যাবধানে। বিপরীতে পাকিস্তান জয় পেয়েছে ৬ টেস্টে।
এবার দেখার বিষয়, পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়খরা কাটাতে পারে কিনা সাকিব-মুশফিকরা।
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এমএস